Ranji Trophy : মুকেশের ১০ উইকেট, ইনিংসে জয় পেল বাংলা

এবারের মতো শেষ হল বাংলার (Bengal) রঞ্জি (Ranji Trophy) অভিযান। বিহারকে (Bengal vs Bihar) ইনিংস ও ২০৪ রানে পরাজিত করলেন মনোজ তিওয়ারিরা (Manoj Tiwari)। রবিবার…

Ranji Trophy : মুকেশের ১০ উইকেট, ইনিংসে জয় পেল বাংলা

এবারের মতো শেষ হল বাংলার (Bengal) রঞ্জি (Ranji Trophy) অভিযান। বিহারকে (Bengal vs Bihar) ইনিংস ও ২০৪ রানে পরাজিত করলেন মনোজ তিওয়ারিরা (Manoj Tiwari)।

রবিবার ইডেন গার্ডেন্সে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলা দল। শেষ বেলায় ম্যাচের নায়ক মুকেশ কুমার (Mukesh Kumar)। 

এই ম্যাচে বাংলার হয়ে তারকা পারফর্মার ছিলেন অভিমন্যু ঈশ্বরন। অপরাজিত ২০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। মুকেশ কুমার (৪-১৮, ৬-৩২) ম্যাচে ১০ উইকেট নিয়ে দলকে বড় ব্যবধানে জয় তুলে দিয়েছেন। মাত্র দু’দিনের মধ্যে নির্ধারিত হয় ম্যাচে ভাগ্য।

Advertisements

লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ে মরসুমের সেরা খেলোয়াড় সুরজ সিন্ধু জয়সওয়ালের (৪-৪৭, ৪-৩৪) কথা বিশেষভাবে উল্লেখ করতেই হয়। তরুণ এই পেসার ম্যাচে আট উইকেট নিয়েছেন। সেই সঙ্গে অন্য প্রান্ত থেকে বল করা মুকেশকে দুর্দান্ত সাপোর্ট দিয়েছেন সুরজ।

এর আগে প্রথম ইনিংসে বিহারকে মাত্র ৯৫ রানে অল আউট করার পর বাংলা ৪১১/৫ রান করে এবং ৩১৬ রানের বিশাল লিড নিতে সক্ষম হয়। বিহারের পক্ষে পাহাড় প্রমাণ রানের পাহাড়ে ওঠা সম্ভব হয়নি। বাংলার বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিহারের ব্যাটিং লাইনআপ।