Santosh Trophy: আগামী মরশুমে ইস্টবেঙ্গলে চূড়ান্ত ফুটবলার পেলেন ম্যাচ সেরার পুরস্কার

Bengal back to win in the santosh trophy

কেরালার বিরুদ্ধে হারার পর বাংলার দুরন্ত কামব্যাক। মেঘালয় এর বিরুদ্ধে ৪-২ গোলে জিতল বাংলা (Santosh Trophy)। দুটি করে গোল করেছেন মহিতোষ রায় এবং ফারদিন আলি মোল্লা।

এদিনের ম্যাচের সেরা হয়েছেন মহিতোষ রায়। যিনি আগামী মরশুমে খেলতে পারেন ইস্টবেঙ্গলের জার্সি পরে। মেঘালয়ের বিরুদ্ধে এদিনের ম্যাচে বল ঘোরাফেরা করেছে ঘড়ির কাঁটার মতো।

   

ম্যাচের প্রথম গোল ২৩ মিনিটে। গোল কর্তা ফারদিন আলি মোল্লা। তিনি দুটি গোল করেছেন, ২৩ মিনিটে এবং ৪৩ মিনিটে। বিরতির আগে হয়েছিল তিনটি গোল। বাংলার দুটি, মেঘালয় একটি গোল শোধ করেছিল।

বিরতির পর হয়েছে আরও চারটি গোল। যার মধ্যে দুটি গোল মহিতোষ দুটি গোল করেছেন। তিনিই এদিন ম্যাচের সেরা। বাংলার পক্ষে ম্যাচ শেষ হয়েছে ৪-৩ স্কোর লাইনে

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন