ISL : বেলজিয়ামের তারকা ডিফেন্ডার খেলতে আসতে পারেন ভারতে

ISL

দলবদলের বাজারে বড় খবর মিলতে পারে। সম্প্রতি বেলজিয়ামের এক ডিফেন্ডারের ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দলের সই করার সম্ভাবনা তৈরি হয়েছে। কথাবার্তা প্রাথমিক স্তরে রয়েছে বলে সূত্রের খবর।

বেলজিয়ামের ডিফেন্ডার বেঞ্জামিন লম্বোট আসতে পারেন ভারতের। ইন্ডিয়ান সুপার লিগের একটি দল তাঁর সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে। বেঞ্জামিন আগেও খেলেছেন ভারতের ক্লাবে।

   

আরও পড়ুন: ISL : আগামী মরশুমের জন্য এই কোচদের টার্গেট করতে পারে ক্লাবগুলো

বেলজিয়ান সেকেন্ড ডিভিশন, জুপিলার প্রো লিগ, আজারবাইজান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা তাঁর দীর্ঘ। খেলেছেন আইএসএল এর ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে। ২০২০-২১ মরশুমে ছিলেন ভারতের এই ক্লাবে।

ডিপ ডিফেন্ডার পাশাপাশি মাঝমাঠে খেলতে অভ্যস্ত বেঞ্জামিন। ডিফেন্সিভ মিডিও হিসেবে খেলার মুন্সিয়ানা রয়েছে তাঁর। গোলটাও চেনেন ভালো। কেরিয়ারে বেশি কিছু গোল রয়েছে তাঁর নামের পাশে

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন