HomeSports Newsওডিশা ম্যাচের আগে ইস্টবেঙ্গল ভক্তদের স্বস্তির খবর শোনালেন কনস্টাটাইন

ওডিশা ম্যাচের আগে ইস্টবেঙ্গল ভক্তদের স্বস্তির খবর শোনালেন কনস্টাটাইন

- Advertisement -

শুক্রবার ঘরের মাঠে ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে নামছে টিম ইস্টবেঙ্গল (East Bengal)। তার আগে লাল হলুদ সমর্থকদের জন্য স্বস্তির খবর শোনালেন ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন।

বৃ্হস্পতিবার, প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে কনস্টাটাইন ইস্টবেঙ্গল ভক্তদের স্বস্তির খবর শোনাতে গিয়ে বলেন,”জর্ডন ও’ডোহার্টি এবং অ্যালেক্স লিমা ঠিক আছে।”তবে গতকালের প্র‍্যাকট্রিস সেশনে জেরিকে খোঁড়াতে দেখা গিয়েছিল।এই নিয়ে লাল হলুদ শিবিরের বৃটিশ কোচ বলেন,” জেরি গত ম্যাচে চোট পেয়েছে। ওর কাল খেলার ব্যাপারে আমি নিশ্চিত নই। দেখা যাক কী হয়।”অন্যদিকে, ইস্টবেঙ্গল খেলোয়াড় অঙ্কিত মুখার্জী চোটের কারণে দলের সাথে অনুশীলন করতে পারেনি বেশ কয়েকদিন।বৃ্হস্পতিবার অঙ্কিত দলের প্র‍্যাকট্রিস সেশনে যোগ দিয়েছেন।

   

তবে প্রশ্ন উঠছে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি মাত্র ৬ ম্যাচ খেলেছে,এরই মধ্যে একের পর এক লাল হলুদ ফুটবলার চোটের কবলে পড়ায় কার্যত টিম ইস্টবেঙ্গল ‘মিনি হাসপাতালের চেহারা’ নিয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular