Sports Desk: চলতি আইএসএলে রবিবার এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। এই ম্যাচের আগে লাল হলুদ হেডকোচ হোসে মানুয়েল দিয়াজ মনে করেন আগামী ম্যাচ তাঁর দলের পক্ষে বেশ কঠিন হতে চলেছে।
এখন পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি লাল হলুদ শিবির আইএসএলে। ম্যাচে তিন পয়েন্টই দিয়াজের টার্গেট কথায় পরিষ্কার ম্যাচের আগে প্রেস মিটে।স্প্যানিশ কোচের কথায়,’সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও উন্নতি দরকার।’
এসসি ইস্টবেঙ্গল হেডকোচ হোসে মানুয়েল দিয়াজের বিস্ফোরক বয়ান প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, “শুধু ফিটনেস নয়। ফিজিক্যাল, টেকনিক্যাল, ট্যাকটিক্যাল—সব কিছু নিয়েই ভাবতে হবে আমাদের। কোনও দিক দিয়েই আমরা এখন ভাল জায়গায় নেই।”
দলের খেলোয়াড়দের ফিটনেস প্রসঙ্গে আপডেট দিতে গিয়ে দিয়াজ বলেন, “নতুন করে কারও কোনও চোট হয়নি। জ্যাকিচন্দ ও ড্যারেন সিডোলের চোট রয়েছে। জ্যাকি সুস্থ হয়ে উঠছে। তবে এখনও পুরো ট্রেনিং সেসন করার মতো অবস্থায় নেই। ড্যারেনের হ্যামস্ট্রিং সমস্যা রয়েছে। ওকে সময় দিতে হবে। এই ধরনের চোটগুলো নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। “
প্রতিপক্ষ কেরলা ব্লাস্টার্স নিয়ে দিয়াজ জল মাপতে গিয়ে বলেছেন, “ওরা সঙ্ঘবদ্ধ দল। ওদের দলে লড়াকু ফুটবলাররা রয়েছেন। ওদের হারানো কঠিন। ৯০ মিনিট ধরে ওরা ভাল ফুটবল খেলতে পারে। ম্যাচটা আমাদের পক্ষে বেশ কঠিন হতে চলেছে।”
হতাশা ঝড়ে পড়ে খানিকটা লাল হলুদের স্প্যানিশ কোচের মুখে। দিয়াজের কথায়, “আমরা মাত্র ৫ টা ম্যাচ খেলেছি। তবে অনেক গোল খেয়েছি আমরা। কয়েকটা ম্যাচ আমরা জেতার জায়গায় ছিলাম। এখন আমাদের লক্ষ্য তিন পয়েন্ট পাওয়া।”
লাল হলুদ সমর্থকদের আশ্বস্ত করতে গিয়ে স্প্যানিশ কোচ বলেন, “গোলকিপার অরিন্দমের চোট রয়েছে,তবে রিকভারি স্টেজে রয়েছে। তিন পয়েন্ট আমাদের লক্ষ্য, সমর্থকদের আবেগ বুঝতে পারছি, তবে আমাদের উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবে। “
অন্যদিকে, কেরালা ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচ প্রি ম্যাচ প্রেস মিটে বলেন,”সমস্ত ম্যাচই বিভিন্ন রকমের হয়। কোন ম্যাচ কোথায় শুরু হবে আর কোথায় শেষ হবে, কেউ জানে না। আমাদের সবসময়ই ফোকাসড থাকতে হবে, প্রতি মুহূর্তে মনোনিবেশ করতে হবে। আমরা বিভিন্ন ধরনের আক্রমণ ও রক্ষণের স্টাইল নিয়ে চর্চা করেছি। বিভিন্ন প্রতিপক্ষের জ্ন্য সেগুলো প্রয়োগ করছি।”
এসসি ইস্টবেঙ্গল প্রসঙ্গে ইভান ভুকোমানোভিচের পরিষ্কার কথা, প্রতিপক্ষ ভাল দল। ওরা লিগ টেবলে যে জায়গায় রয়েছে, ওই জায়গায় ওদের থাকার কথা নয়। তবে এটাই ফুটবল। আমরা একটা ভাল দলের বিরুদ্ধে খেলতে নামছি এবং এটা আমাদের কঠিনতম ম্যাচ হতে চলেছে।” লাল হলুদ সমর্থকরা এবং অফিসিয়ালরা এই ম্যাচের দিকে তাকিয়ে। ইতিমধ্যে ক্লাবের সাধারণ সচিব কল্যাণ মজুমদার বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে, দলের সামগ্রিক পারফরম্যান্সের ইস্যুতে।