BDM and Sweep & Spin: ভারতে বসানো হল দুর্দান্ত ব্যাটসম্যান তৈরি করার ‘মেশিন’

BDM and Sweep & Spin: সম্প্রতিকালে তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন বহু ক্রিকেটার। আগামী দিনে আরও প্রতিভা স্পটলাইটে আসবেন এমনটাই আশা ক্রিকেট প্রেমীদের। 

সেই লক্ষ্যে আরও একধাপ এগোল মীরাট (Meerut)। সেখানে বসানো হয়েছে অত্যাধুনিক বোলিং মেশিন। যার সাহায্যে ক্রিকেটাররা নিজেদের স্কিল আরও ঘষামাজা করতে পারবেন বলে মনে করা হচ্ছে। 

   

মীরাটের বিডিএম ক্রিকেট স্টেডিয়ামে রাখা হয়েছে বিশেষ এক বোলিং মেশিন। দিল্লি ক্রিকেট নিয়ামক সংস্থার প্রধান নিজে এই মেশিনের উদ্ববোধন করেছেন। 

জানা গিয়েছে, এ’টি বিশ্বের প্রথম অটোমেটিক বোলিং মেশিন। ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে বল ছুঁড়তে সক্ষম । দ্রুত গতির বল ছাড়াও হয় স্লো, স্পিন, ইন সুইং ইত্যাদি ডেলিভারি । উন্নতি প্রযুক্তির সাহায্যে তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রেও জোর দিয়েছেন এই মেশিন নির্মাতারা। দিল্লি ক্রিকেট সংস্থার অধীনস্থ ক্লাবগুলোতে এই যন্ত্র ব্যবহার করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বিবেচনাধীন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন