বেঙ্গালুরুতে ভারত ও শ্রীলঙ্কার (IND vs SL) মধ্যে দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছে। এখানেই দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও ঘটল অবাক কান্ড। মাঠের নিরাপত্তা ভেঙে ভেতরে ঢুকে পড়েন কয়েকজন। কোহলির সঙ্গেও সেলফিও তোলেন। ঘটনায় অবাক নিরাপত্তা কর্মীরা।
সূত্রের খবর, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষ মুহূর্তে তিনজন সমর্থক মাঠে ঢুকে পড়েন। নিরাপত্তা কর্মীরা প্রায় সঙ্গে সঙ্গে তাঁদের তাড়া করেন। তাঁদের মধ্যে একজন স্লিপে ফিল্ডিং করা কোহলির কাছাকাছি যেতে সক্ষম হন। একজন মোবাইল বের করে কোহলিকে সেলফি তুলতে বলেন। কোহলি সেলফি তুলতে রাজি হলে সেই ভক্তদের খুশির সীমা ছিল না। নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের দিকে ছুটে যান। এর পর তাঁদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে ঘটনাটি ঘটে। সেই সময় মহম্মদ শামির ডেলিভারির আঘাতে কুশল মেন্ডিস চিকিৎসাধীন ছিলেন।
মোহালিতে প্রথম টেস্টের সময়ও এক ভক্ত মাঠে ঢুকতে পেরেছিলেন। বিসিসিআই সূত্রে জানা গেছে, মাঝে মাঝেই সুরক্ষাবলয় ভেঙে দর্শকরা যেভাবে ক্রিকেটারদের কাছে চলে আসছে তা নিয়ে বিসিসিআই উদ্বিগ্ন। ঘটনাটি নিয়ে তারা নিজেরদের মধ্যে আলোচনাও করেছেন বলে শোনা যাচ্ছে। এমনকি খুব শিগরিরই বিসিসিআই, আসন্ন আইপিএল এ যাতে এই ধরণের ঘটনা না ঘটে তার জন্য কিছু নির্দেশিকা আনতে চলেছে। এই ধরণের ঘটনা ঘটলে ফ্র্যাঞ্চাইজিদের মোটা টাকা পেনাল্টি দিতে হতে পারে।


