ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ মানেই অন্য রকম উত্তেজনা। চাপে থাকা দুই দেশের ক্রিকেট বোর্ড এবং রাজনৈতিক টানাপোড়েনের ছায়া। তার উপর যদি থাকে সাম্প্রতিক জঙ্গি হামলার মতো স্পর্শকাতর ঘটনা, তাহলে এই ম্যাচ ঘিরে বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। এমনই পরিস্থিতিতে এশিয়া কাপ ২০২৫ দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কিন্তু দল ঘোষণার থেকেও বেশি আলোচনায় উঠে এসেছে সাংবাদিক বৈঠকে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত।
এবছর জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ভারতীয়দের প্রাণহানির ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এর পরেই ভারত সরকার কড়া ভাষায় পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেয়। এমন পরিস্থিতিতে অনেকেই আশা করেছিলেন, ভারত পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের দ্বিপাক্ষিক ক্রিকেট খেলবে না। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসে ভারতীয় দলকে এশিয়া কাপে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরেই প্রশ্ন উঠছে, সরকার অনুমতি দিলেও, কেন BCCI এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছে না?
মঙ্গলবার মুম্বইয়ে বিসিসিআইয়ের হেডকোয়ার্টারে আয়োজিত হয় সাংবাদিক বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব ও চিফ সিলেক্টর অজিত আগরকর। সাংবাদিকদের একাংশ যখন ভারত-পাক ম্যাচে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, তখন টিম ম্যানেজারের হস্তক্ষেপে সেই প্রশ্ন বাতিল করে দেওয়া হয়। জানানো হয়, এই সাংবাদিক সম্মেলন শুধুমাত্র দল নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জন্য। এই আচরণে বিস্মিত মিডিয়া মহল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এই নীরবতার পেছনে কেবলমাত্র ক্রীড়া নীতিই নয়, রয়েছে কূটনৈতিক ও রাজনৈতিক সমীকরণ। দীর্ঘদিন ধরেই ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। দুই দেশের মুখোমুখি লড়াই এখন কেবলমাত্র ICC বা ACC-এর টুর্নামেন্টেই সীমাবদ্ধ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হয়েছে বাড়তি চাপ। একদিকে ম্যাচ ঘিরে টিকিট, ব্রডকাস্ট রাইটস, বিজ্ঞাপন থেকে বিপুল অর্থের প্রবাহ। অন্যদিকে জাতীয় আবেগ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এই দ্বন্দ্বের মাঝেই BCCI যেন হাঁটছে এক সূক্ষ্ম দড়ির উপর দিয়ে।
যেখানে BCCI মুখে কুলুপ এঁটেছে, সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করেছে। পাকিস্তানের হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ বলেন, “দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি যে জটিল, তা সবাই জানেন। কিন্তু আমরা এই বিষয়গুলি খেলোয়াড়দের উপর চাপ তৈরি করতে দিতে চাই না।” অর্থাৎ, ক্রিকেট যেন কূটনীতি বা সংঘাতের শিকার না হয়, এমন বার্তাই দিতে চেয়েছে পাকিস্তান।
BCCI silence press conference on India vs Pakistan of Asia Cup 2025