এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) জন্য ঘোষিত হল ভারতীয় ১৫ সদস্যের চূড়ান্ত দল (India Team)। মুম্বইয়ে বিসিসিআইয়ের (BCCI) সদর দফতরে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) এক যৌথ সাংবাদিক বৈঠকে এই দল ঘোষণা করেন। অধিনায়ক হিসেবে সূর্যকুমার নিজের জায়গা ধরে রেখেছেন, তবে বড় চমক শুভমন গিলকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া। আর সব চেয়ে আলোচ্য বিষয়, দলে জায়গা হয়নি দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)।
দলে থাকা ব্যাটারদের মধ্যে ইনিংস শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছে গিল, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাকে। যেখানে সঞ্জু রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে, অন্যদিকে অভিষেক শর্মাকে জায়গা দেওয়া হয়েছে তার অলরাউন্ড দক্ষতার কারণে। আর এই অলরাউন্ডারের ভূমিকাতেই জায়গা হারিয়েছেন যশস্বী। এমনটাই জানান প্রধান নির্বাচক আগরকর। তিনি বলেন, “যশস্বীর বাদ পড়া দুর্ভাগ্যজনক। কিন্তু অভিষেক শর্মার পারফরম্যান্স আমাদের উপেক্ষা করা কঠিন ছিল। ও ব্যাটিংয়ের পাশাপাশি বল করতে পারে, যা অধিনায়ককে বাড়তি সুবিধা দেয়।”
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে। ২০২৫ সালের আইপিএলে যশস্বী খেলেছেন ১৪ ম্যাচ, করেছেন ৫৫৯ রান, গড় ৪৩, স্ট্রাইক রেট ১৫৯.৭১, এমন পারফরম্যান্সের পরও তিনি বাদ? এর চেয়ে বড় প্রশ্ন, দলে অক্ষর প্যাটেলের মতো বাঁহাতি স্পিনার থাকার পর আরেকজন বাঁহাতি স্পিনার-ব্যাটার দরকার পড়ল কেন?
শুধু যশস্বী নয়, চমক লাগিয়েছে শ্রেয়স আইয়ারের বাদ পড়াও। দেশের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার তিনি। ২০২৫ সালের আইপিএলে শ্রেয়স ১৭ ম্যাচে করেছেন ৬০৪ রান, গড় ৫০.৩৩, স্ট্রাইক রেট ১৭৫.০৭। ছয়টি অর্ধশতরান। এমন এক ব্যাটারকে দলে না রাখা নিয়ে অবাক ক্রিকেট মহল। অনেকেই প্রশ্ন তুলছেন, “আর কী করলে জাতীয় দলে জায়গা পাবেন শ্রেয়স?”
অজিত আগরকর অবশ্য সরাসরি কোনও ক্রিকেটীয় যুক্তি দেননি শ্রেয়সকে বাদ দেওয়ার ব্যাপারে। তাঁর বক্তব্য, “শ্রেয়সকে না রাখাটা দুঃখজনক। কিন্তু দলে মাত্র ১৫ জনকে নেওয়া যায়। শ্রেয়সের বাদ পড়ায় ওর কোনও দোষ নেই, আমাদেরও নয়। কোথায় ওকে রাখতাম?” তবে বিশ্লেষকরা বলছেন, অলরাউন্ডার শিবম দুবের জায়গায় শ্রেয়সকে রাখা যেত। দুবে বল করতে পারেন ঠিকই, কিন্তু ভারতীয় পেস আক্রমণে বুমরাহ, অর্শদীপ, হর্ষিত থাকায় তাঁর বোলিং কি সত্যিই অত গুরুত্বপূর্ণ?
চূড়ান্ত ১৫ জনের দলে অভিষেক শর্মার মতো তরুণদের জায়গা হওয়া নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। তবে পরীক্ষিত ব্যাটারদের প্রতি এমন উদাসীনতা প্রশ্ন তুলেছে নির্বাচনী মানদণ্ড নিয়ে। বিশেষ করে যশস্বীকে স্ট্যান্ড বাই-তালিকায় রাখা হলেও শ্রেয়স সেখানে জায়গা পাননি। ধারণা করা হচ্ছে, শ্রেয়সকে রিজার্ভে রাখা ‘অসম্মানজনক’ হতে পারে, সেই ভাবনাতেই তাকে পুরোপুরি দলছাড়া করা হয়েছে।
চূড়ান্ত দলে পেস বিভাগে রয়েছেন জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও হর্ষিত রানা। স্পিন বিভাগে আছেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। অলরাউন্ড ভূমিকায় রয়েছেন হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে ও অভিষেক শর্মা।
এশিয়া কাপ চলবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজক সংযুক্ত আরব আমিরশাহি। মোট ১৯ ম্যাচের মধ্যে ১১টি হবে আবু ধাবিতে এবং ৮টি দুবাইয়ে। ১৪ সেপ্টেম্বর ভারত-পাক ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনার পারদ চরমে।
ভারতের এশিয়া কাপ সূচি:
১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি (আবু ধাবি)
১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান (দুবাই)
১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান (আবু ধাবি)
ভারতের চূড়ান্ত দল: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, শিবম দুবে
স্ট্যান্ড বাই: প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল
BCCI selector Ajit Agarkar said reason why Shreyas Iyer are not select in India Team for Asia Cup 2025