Hardik Pandya : ‘সবার ক্ষেত্রে নিয়ম এক হওয়া উচিৎ’, হার্দিক প্রসঙ্গে প্রশ্ন ইরফান পাঠানের

hardik pandya

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) বুধবার তাদের খেলোয়াড়দের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছে। ৩০ জন ক্রিকেটারকে দেওয়া এই চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। কিন্তু হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) রেহাই দেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan)। তিনি বোর্ডের কাছ থেকে এ ব্যাপারে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।

বিসিসিআই ঈশান ও শ্রেয়স আইয়ারের কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে। অন্যদিকে পান্ডিয়াকে গ্রেড ‘এ’ চুক্তি দেওয়া হয়েছে। গত বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপে চোট পাওয়ার পর এখনও মাঠে ফেরেননি তিনি। অংশ নেননি ঘরোয়া ক্রিকেটে। সরাসরি হয়তো আইপিএল খেলতে দেখা যাবে তাঁকে।

   

এ ব্যাপারে প্রশ্ন তুলে ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘শ্রেয়স ও ঈশান দু’জনেই প্রতিভাবান ক্রিকেটার। বাউন্স ব্যাক করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসুক দুজনেই। হার্দিকের মতো ক্রিকেটাররা যদি লাল বলের ক্রিকেট খেলতে না চান, তাহলে জাতীয় দলের বাইরে সাদা বলের ঘরোয়া ক্রিকেটে তাঁর এবং তাঁর মতো অন্যান্যদের অংশগ্রহণ করা কি উচিৎ? এই বিষয়গুলো যদি সবার ক্ষেত্রে প্রযোজ্য না হয়, তাহলে ভারতীয় ক্রিকেট কাঙ্ক্ষিত ফল পাবে না!’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন