টানা তিন ম্যাচ জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের নামে করেছে ভারতীয় ক্রিকেট দল। হায়দরাবাদে প্রথম ম্যাচে হারের পর টিম ইন্ডিয়া তিনটি জয় তুলে নিয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে টেস্ট অভিষেক হওয়া রজত পতিদার (Rajat Patidar) আশানুরূপ পারফর্ম করতে না পারলেও ধর্মশালায় শেষ ম্যাচে তাঁকে ফের সুযোগ দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি ধর্মশালায় খেলা হবে। যেহেতু সিরিজের ভাগ্য চূড়ান্ত হয়ে গিয়েছে তাই পঞ্চম ম্যাচে সিরিজের ফলাফল যাইহোক না কেন সেটা সিরিজের ফলাফলকে প্রভাবিত করতে পারবে না। ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। তাঁর জায়গায় রজত পতিদারকে দলে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।
রজত বিশাখাপত্তনমে টেস্ট অভিষেকের সুযোগ পেয়েছিলেন এবং এখন পর্যন্ত তিনটি ম্যাচেই তাঁকে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করা হয়েছে। রান করতে ব্যর্থ হওয়ার পর জল্পনা শোনা যাচ্ছিল, সিরিজের অন্তিম ম্যাচে তাঁকে আর প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে না। শোনা যাচ্ছিল, ঘরোয়া ক্রিকেটে রান করা দেবদূত পাড়িক্কলকে রজত পতিদারের জায়গায় সুযোগ দেওয়া হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে অভিষেকের পর থেকে রজত ৩২, ৯, ৫, ০, ১৭ এবং শূন্য রান করেছেন।
রজত প্রসঙ্গে শনিবার অন্য খবর। এখন বলা হচ্ছে, টিম ম্যানেজমেন্ট রজত পতিদারকে আরও একটি সুযোগ দেওয়ার পক্ষে। কারণ তারা এই খেলোয়াড়ের প্রতিভার উপর এখনও আস্থা রাখছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারত ইতিমধ্যে জিতে নিয়েছে। এমন পরিস্থিতিতে রজত পতিদারের ওপর আস্থা রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড আরও একবার পরখ করে নিতে চাইছে বলে মনে করা হচ্ছে।