BCCI: ভারতীয় দলের মূল স্পনসরর আগ্রহী সংস্থাগুলির কাছে দরপত্র আহ্বান

জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সরশিপ অধিকারের জন্য আগ্রহী ব্যবসা প্রতিষ্ঠান থেকে দরপত্র আহ্বান করল বিসিসিআই (BCCI)। এর আগে বাইজুস ৩৫ মিলিয়ন ইউইস ডলার দিয়ে ভারতীয়…

Indian cricket team

short-samachar

জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সরশিপ অধিকারের জন্য আগ্রহী ব্যবসা প্রতিষ্ঠান থেকে দরপত্র আহ্বান করল বিসিসিআই (BCCI)। এর আগে বাইজুস ৩৫ মিলিয়ন ইউইস ডলার দিয়ে ভারতীয় পুরুষ দলের জার্সিতে সবচেয়ে দৃশ্যমান জায়গা দাবি করেছিল। তবে গত আর্থিক বছরেই বাইজুসের সাথে চুক্তি শেষ হয়েছে ভারতের ক্রিকেট দলের।

   

বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, “জাতীয় দলের প্রধান স্পন্সর অধিকার অর্জনের জন্য স্বনামধন্য সংস্থাগুলির কাছ থেকে বিড আমন্ত্রণ জানায় বিসিসিআই।”

বিডের কাগজটি অ-ফেরতযোগ্য ৫ লক্ষ টাকা দিয়ে কেনা যাবে এবং কেনার শেষ তারিখ ২৬এ জুন। একই সঙ্গে ৯০ হাজার টাকা দিতে হবে জিএসটি বাবদ। বিদেশি সংস্থার ক্ষেত্রে এই মূল্য ৬১০০ ডলার (প্রায় ৬ লাখ টাকা)।

শাহ আরো লেখেন, “যে কোনো আগ্রহী পক্ষ বিড জমা দিতে ইচ্ছুক আইটিটি ক্রয় করতে হবে। শুধুমাত্র যারা আইটিটি-তে নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করে এবং সেখানে নির্ধারিত অন্যান্য শর্তাবলী সাপেক্ষে, তারাই বিড করার যোগ্য হবে। এটা স্পষ্ট করা হয়েছে যে শুধুমাত্র আইটিটি ক্রয় করা কোনো ব্যক্তিকে বিড করার অধিকার দেয় না।”

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে মূল স্পনসর হিসাবে কয়েকটি সংস্থা আবেদন করতে পারবে না। তাদের মধ্যে রয়েছে কোনও ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা, মদ প্রস্তুতকারী সংস্থা, জুয়া সংস্থা, ক্রিপ্টোকারেন্সি সংস্থা, খেলে টাকা উপার্জন করা যায় এমন কোনও সংস্থা, তামাকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা, প্রাপ্ত বয়স্কদের পণ্য প্রস্তুতকারী সংস্থা।