Ambati Rayudu: “থ্রিডি চশমা” বিতর্ক নিয়ে ‘বিস্ফোরক’ রায়ডু

২০১৯ ওডিআই বিশ্বকাপে ‘থ্রিডি প্লেয়ার’ বিজয় শঙ্করকে দলে জায়গা করে দিতে গিয়ে বাদ পরেন অম্বাতি রায়ডু ( Ambati Rayudu)। ষেই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক…

Ambati Rayudu

২০১৯ ওডিআই বিশ্বকাপে ‘থ্রিডি প্লেয়ার’ বিজয় শঙ্করকে দলে জায়গা করে দিতে গিয়ে বাদ পরেন অম্বাতি রায়ডু ( Ambati Rayudu)। ষেই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি প্রচুর সমালোচিতও হয়। তারপর সোশ্যাল মিডিয়ায় রায়ডুর “থ্রিডি” প্রতিক্রিয়া আগুনে আগুনে আরো ঘি ঢেলে দেয়। এবং তারপর, এই অভিজ্ঞ ব্যাটার আর কখনও ভারতের হয়ে খেলেননি।

ক্রিকেট কেরিয়ারের সমাপ্তি ঘটার পর, অবশেষে সেই বিতর্কের বিষয়ে মুখ খুললেন রায়ডু। নিশ্চিত করলেন, যে শঙ্করের বিরুদ্ধে তার ব্যক্তিগত আক্রোশ জাতীয় কিছুই ছিল না। কিন্তু শঙ্করকে দলে রাখার জন্য যে যুক্তি দিয়েছিল বোর্ড, তা রায়ডু বুঝতে পারেননি।

টিভি ৯ তেলেগুতে রায়ডু বলেন, “দেখুন তাঁরা রাহানে বা অনুরূপ কোনো খেলোয়াড়ের মতো কাউকে বা অভিজ্ঞ এবং সিনিয়র কাউকে বাছাই করলে বোঝা যেত। সবাই চায় ভারত জিতুক। ওঁরা যে কোন কারণে আমাকে দলে রাখেনি, তা কেবল ওঁরাই জানে। কিন্তু আপনি যখন আমার জায়গায় কাউকে নিয়ে আসছেন, তার মানে সে দলের জন্যও সহায়ক হবে। সেখানেই আমি রেগে যাই। “এটা বিজয় শঙ্করের কথা ছিল না। সে কী করতে পারত? সে তার ক্রিকেট খেলছিল। পেছনে যে কি চিন্তা ভাবনা চলেছে, আমি বুঝতে পারলাম না। আমি বুঝতে পারছিলাম না তারা বিশ্বকাপ খেলছে নাকি লিগের স্বাভাবিক ম্যাচ!”

রায়ডু আরো বলেন, “দল নির্বাচন এক ব্যক্তির কাজ নয়। যেমন, টিম ম্যানেজমেন্টে কিছু লোক আছে, তাঁদের কারণে হতে পারে। যেমন হায়দ্রাবাদে এক ভদ্রলোক থাকতেন। হয়তো তিনি আমাকে পছন্দ করেনি বা অতীতের কিছু ঘটনার কারণে তিনি আমাকে অন্যভাবে দেখতে পারেন। তাই আমার ক্যারিয়ার আমি শুধু তাঁর মতোন মানুষ সামনেই পড়লাম।”

তার ভাইরাল ‘থ্রিডি চশমা’ টুইট সম্পর্কে কথা বলতে গিয়ে, চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ব্যাটসম্যান বলেছেন, “সবাই বিজয় শঙ্করের পিছনে পড়ে গিয়েছিল। আমার কিন্তু সেই উদ্দেশ্য ছিল না। আমি শুধু তাঁদের চিন্তাভাবনা এবং যুক্তি বুঝতে পারিনি। আপনি যদি আমাকে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আপনি একইরকম একজন খেলোয়াড় বাছাই করতে পারতেন। আপনি কীভাবে একজন খেলোয়াড়কে বেছে নিতে পারেন যিনি ৬ এবং ৭ নম্বরে খেলেন এবং তাঁকে ৪ নম্বরে রাখেন? বিজয় শঙ্কর এবং এমএসকে প্রসাদের বিরুদ্ধে আমার ব্যক্তিগত কিছু নেই। আমি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে খেলেছি। একই রকম অবস্থা। আমি ভালোভাবে প্রস্তুতিও নিচ্ছিলাম। কী হয়েছে তার উত্তর কেবল তাঁরাই দিতে পারবেন।”