ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৭তম আসরের জন্য সম্প্রতি টাইটেল স্পন্সরের জন্য আবেদন করেছে বিসিসিআই। এবার খবর আসছে টাটা গ্রুপ বাজিমাত করতে পারে। অর্থাৎ, আগামী মরশুমেও আইপিএল টাটা আইপিএল নামে পরিচিত হতে পারে।
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত এই চুক্তি জিতেছে টাটা। এর জন্য মরশুম অনুযায়ী ৫০০ কোটি টাকার চুক্তি করেছে টাটা। তবে এ বিষয়ে আইপিএল বা বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি। টাটা গ্রুপ এবং আদিত্য বিড়লা গ্রুপের মধ্যে প্রতিযোগিতা ছিল। রিপোর্টে বলা হয়েছে, পাঁচ বছরের ভিত্তিতে বোর্ডকে আড়াই হাজার কোটি টাকার চুক্তি দিয়েছিল টাটা। এরপরই টাটা গোষ্ঠীকে টাইটেল স্পনসরশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
***IPL UPDATE***
Details: https://t.co/bfTibDtsoo#IPL2024 #IPL pic.twitter.com/Os9VOhwKA4
— Cricbuzz (@cricbuzz) January 19, 2024
তাৎপর্যপূর্ণভাবে, টাটা ২০২২ সালে ভিভোর কাছ থেকে এই চুক্তি পেয়েছিল। এর মধ্যে এক মরসুমের জন্য আইপিএলের টাইটেল স্পনসরের স্বত্বও পেয়েছিল ড্রিম ইলেভেন। ২০০৮ সালে প্রথম নাম ছিল পেপসি আইপিএল। কিন্তু এখন আগামী পাঁচ বছর হয়তো টাটা আইপিএল বলতে শোনা যাবে। এর আগে ২০১৮ সালে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসরের স্বত্ব নিয়েছিল ভিভো। ২১৯৯ কোটি টাকার চুক্তি হয়েছিল।
কিন্তু বছরের মাঝামাঝি সময়ে করোনার কারণে এই চুক্তি বাতিল হয়ে যায়। ২০২২ সালে ভারত ও চীনের মধ্যে বিরোধ বাড়তে থাকলে টাটা গ্রুপ ভিভোর কভার অ্যামাউন্ট ও সিজনকে ৩৬৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরই আইপিএলের টাইটেল স্পনসরের স্বত্ব পায় টাটা।