ভারতীয় ক্রিকেট বোর্ডের ছাড়পত্র, বাইশ গজে ফিরতে চলেছেন এই তারকা

অবশেষে এই খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে মাঠে ফিরতে চলেছেন ঋসভ পন্থ (Rishabh Pant)। প্রায় চোদ্দ মাস মাঠের বাইরে থাকার পরে তাঁকে আবার স্বমহিমায়…

Rishabh-Pant

অবশেষে এই খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে মাঠে ফিরতে চলেছেন ঋসভ পন্থ (Rishabh Pant)। প্রায় চোদ্দ মাস মাঠের বাইরে থাকার পরে তাঁকে আবার স্বমহিমায় দেখা আবার দেখা যাবে।

বিসিসিআই অবশেষে তাঁকে খেলার ছাড়পত্র দিল। তিনি দীর্ঘদিন বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে সময় কাটিয়েছেন। সেখানকার ডাক্তার,ট্রেনাররা তাঁকে তীক্ষ্ণ পর্যবেক্ষণে রেখেছিলেন। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি উইকেটরক্ষক এবং ব্যাটসমান হিসেবে খেলার জন্য একদম সুস্থ।

গতকাল একটি সাক্ষাৎকারে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং পন্থের খেলার বিষয়ে আশা প্রকাশ করেছিলেন। শুধু তাই নয় ভারতীর ক্রিকেটের অগণিত ভক্ত তাঁর খেলার জন্য মুখিয়ে ছিলেন। সেই খবরে এইবার পাকাপাকি ভাবে শিলমোহর পড়ল মঙ্গলবার।

প্রসঙ্গত আগামী ২২মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। ২৩ মার্চ দিল্লি ক্যাপিটালসের খেলা রয়েছে। আর নতুন করে কোনও অঘটন না ঘটলে আগামী ২৩ তারিখ তাঁকে উইকেটরক্ষক এবং ব্যাটসমানের ভুমিকায় দেখা যাবে। শুধু তাই নয় তিনি দলকে নেতৃত্বও দেবেন। আর এখানেই শেষ নয়, ২০২৪ কুড়ি বিশ্বকাপে তাঁকে দেখাও যেতে পারার সম্ভবনা বাড়ছে।