Ruturaj Gaikwad: ঋতুরাজের বাদ পড়া নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই

ruturaj gaikwad

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে (IND vs SA 3rd ODI) ভারতীয় দলের প্রথম একাদশে পরিবর্তন আনা হয়েছিল। তৃতীয় ম্যাচে বাদ পড়েছেন ঋতুরাজ গায়কওয়াড় (Ruturaj Gaikwad)। গায়কওয়াড়ের পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন রজত পাতিদার এবং এই ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছিল রজত পাতিদারের। তৃতীয় ম্যাচে গায়কওয়াড়ের অনুপস্থিতি প্রতিটি ভক্তের জন্য বেশ বিস্ময়কর ছিল। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে তথ্য জানিয়েছে। বিসিসিআই ব্যাখ্যা করেছে কেন ঋতুরাজ গায়কওয়াড়কে তৃতীয় ম্যাচে খেলানো হয়নি?

আরও পড়ুন: Mitchell Starc: ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা- কেকেআরের হয়ে স্টার্কের প্রতি ডেলিভারির দাম 

   

সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে খেলতে দেখা গিয়েছিল ঋতুরাজ গায়কওয়াড়কে। তবে দুই ম্যাচেই তার পারফরমেন্স বিশেষ কিছু ছিল না। তবে তৃতীয় ম্যাচ থেকে তাকে বাদ দেওয়ার কারণ গায়কওয়াড়ের খারাপ ফর্ম নয়, চোট। দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান ঋতুরাজ গায়কওয়াড়।

চোট কিছুটা বেশি হওয়ায় তৃতীয় ম্যাচের বাইরে থাকতে হয়েছে তাকে। বিসিসিআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও এই তথ্য শেয়ার করেছে। বিসিসিআই লিখেছে, দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন ঋতুরাজ, পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। বর্তমানে গাইকওয়াড় বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। তৃতীয় ওয়ানডেতে গায়কওয়াড়ের জায়গায় মাঠে নামেন রজত পাতিদার। এটি ছিল টিম ইন্ডিয়ার হয়ে রজত পাতিদারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

রজত দীর্ঘ ইনিংস খেলতে না পারলেও তার সংক্ষিপ্ত ইনিংসে অবশ্যই বেশ কিছু ভালো শট খেলেছেন। নিজের প্রথম ওয়ানডে ম্যাচে রজত পাতিদার করেন ২২ রান। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৯৬ রান তোলে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন সঞ্জু স্যামসন। ১০৮ রান করেন সঞ্জু।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন