Monday, December 8, 2025
HomeSports NewsWriddhiman Saha : ঋদ্ধির সঙ্গে দ্বন্দ্বে শাস্তির কোপে সাংবাদিক

Wriddhiman Saha : ঋদ্ধির সঙ্গে দ্বন্দ্বে শাস্তির কোপে সাংবাদিক

- Advertisement -

দুই বছরের জন্য নিষিদ্ধ  করা হল সাংবাদিক বোরিয়া মজুমদারকে। ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) সঙ্গে বিতর্কিত আচরণ করার অভিযোগে তাঁকে নিয়ে আসা হল শাস্তির আওতায়। বুধবার বিকেলে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

বিসিসিআই এর পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিসিআই কমিটির মনে হয়েছে বোরিয়া মজুমদারের আচরণ ভীতি প্রদানকারী এবং চিন্তাদায়ক।’

   
Wriddhiman Saha
বিসিসিআই থেকে দেওয়া বিজ্ঞপ্তি।

চলতি বছরেই ঋদ্ধিমান সাহার অভিযোগ উঠে এসেছিল সংবাদ শিরোনামে। এক সংবাদ তাঁকে অনভিপ্রেত মেসেজ পাঠিয়ে ছিলেন বলে জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করেছিলেন স্ক্রিন শট।

ক্রিকেটার ঋদ্ধিমান সাহা সাক্ষাৎকার পর্বে এক সিনিয়র সাংবাদিকের প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে হুমকির মুখে পড়ে, অভিযোগ ওই সিনিয়র সাংবাদিক ভারতীয় কিপার ব্যাটসম্যান সাহাকে হোয়াটস… চ্যাটে ভয় ভীতি প্রদর্শন করে। এই ইস্যুতে বিসিসিআই ঋদ্ধিমান সাহার সাথে যোগাযোগ করে এবং বিষয়টির তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular