টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শিরোপা জয়ের পর ভারতীয় দল জিম্বাবুয়ে (IND vs ZIM) সফরে। তরুণ ক্রিকেটারদের নিয়ে শুভনাম গিলের নেতৃত্বাধীন দলটি আজ সকালে জিম্বাবোয়ের উদ্দেশে রওনা দিয়েছে। জিম্বাবুয়েতে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল।
Mohun Bagan SG: ব্যারাকপুরে আটকে গেল মোহন-তরী
হারারে স্পোর্টস ক্লাবে হতে চলা এই সিরিজের প্রথম দু’টি ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য সঞ্জু স্যামসন, শিবম দুবে ও যশস্বী জয়সওয়ালের পরিবর্তে সাই সুদর্শন, জিতেশ শর্মা ও হর্ষিত রানাকে দলে নিয়েছে বিসিসিআই। সঞ্জু স্যামসন, শিবম দুবে এবং যশস্বী জয়সওয়াল এই মুহূর্তে খারাপ আবহাওয়ার কারণে বার্বাডোজে আটকে রয়েছেন। ভারতে ফিরতে না পারায় ওই তিন ক্রিকেটারের জায়গায় নতুন তিন ক্রিকেটারকে দলে নিয়েছে বিসিসিআই।
🚨 NEWS 🚨
Sai Sudharsan, Jitesh Sharma and Harshit Rana added to India’s squad for first two T20Is against Zimbabwe.
Full Details 🔽 #TeamIndia | #ZIMvINDhttps://t.co/ezEefD23D3
— BCCI (@BCCI) July 2, 2024
প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দল
শুভমান গিল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে, সাই সুদর্শন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হর্ষিত রানা।
Mohun Bagan: মোহনবাগানের হয়ে ফ্রি-কিক থেকে গোল করলেন শিবাজিৎ
শেষ তিন ম্যাচের ভারতীয় দল
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, শিবম দুবে, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, তুষার দেশপাণ্ডে, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার।