Mohammed Siraj: সিরাজকে আচমকা স্কোয়াড থেকে রিলিজ করল বিসিসিআই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দল ধাক্কা খাচ্ছে বলেই মনে করা হচ্ছে। বিরাট কোহলি ইতিমধ্যেই প্রথম দুটি টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন, হায়দরাবাদ টেস্টের…

mohammed siraj

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দল ধাক্কা খাচ্ছে বলেই মনে করা হচ্ছে। বিরাট কোহলি ইতিমধ্যেই প্রথম দুটি টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন, হায়দরাবাদ টেস্টের পরে চোটের কারণে রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলকে ছিটকে যেতে হয়েছে। মহম্মদ শামিও এখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। দ্বিতীয় টেস্টের আগে ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে (Mohammed Siraj ) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে জাদেজার আরও কিছুটা সময় লাগবে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টেও খেলার সম্ভাবনা কম। ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি রাঁচিতে হবে এই টেস্ট। মহম্মদ শামির চোটের আপডেট দেওয়া, তিনি পুরো সিরিজ মিস করবেন। তৃতীয় টেস্ট থেকে কামব্যাক করতে পারে কেএল রাহুল।

   

আজকের ম্যাচের জন্য ভারতীয় দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। জাদেজা ও লোকেশ ইতিমধ্যেই দলের বাইরে রয়েছেন এবং সিরাজকেও আজ ছেড়ে দেওয়া হয়েছে। এই তিনজনের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে কুলদীপ যাদব, রজত পতিদার ও মুকেশ কুমারকে। দ্বিতীয় টেস্টের আগেই সিরাজকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই। এই সিরিজের সময়কাল এবং ধারাবাহিক ক্রিকেটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলে ফিরেছেন আবেশ খান।

Advertisements

ভারত একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমান গিল, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, শ্রীকর ভরত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, মুকেশ কুমার, কুলদীপ যাদব।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News