পলাতক হাসিনার ঘনিষ্ঠ পাপন মৃত্যুভয়ে লুকিয়ে, গোপন ডেরা থেকে বিসিবি সভাপতির পদত্যাগ

বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট বোর্ডে (BCB) পাপন যুগ শেষ। গণবিক্ষোভে শেখ হাসিনা (Sheikh Hasina) ক্ষমতাচ্যুত হবার পর গণপিটুনিতে মৃত্যুর ভয়ে আত্মগোপনে আছেন (Nazmul Hasan Papon) নাজমুল…

BCB names new president after Nazmul Hasan Papon resigns

বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট বোর্ডে (BCB) পাপন যুগ শেষ। গণবিক্ষোভে শেখ হাসিনা (Sheikh Hasina) ক্ষমতাচ্যুত হবার পর গণপিটুনিতে মৃত্যুর ভয়ে আত্মগোপনে আছেন (Nazmul Hasan Papon) নাজমুল হাসান পাপন। তাঁর খোঁজে বাংলাদেশ সরগরম। সরকার পতনের পর খোদ শেখ হাসিনা পলাতক। তিনি ভারতে আশ্রিত। তাঁর সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা কেউ ধৃত, কেউ গণরোষে নিহত। এই পরিস্থিতিতে অনেক নেতা আত্মগোপনে আছেন। তাদেরই অন্যতম পাপন।

বিবিসি জানাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ ছেড়েছেন পাপন। নতুন সভাপতি প্রাক্তন ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বুধবার বিসিবির জরুরি সভায় ফারুক আহমেদকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রকের সভাকক্ষে বিসিবির জরুরি সভায় উপস্থিত ছিলেন আট বিসিবি পরিচালক।

   

বাংলাদেশে রক্তাক্ত ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের পর তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। মঙ্গলবার বাংলাদেশ থেকে সরে গেছে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ আসর। বুধবার বিসিবি সভাপতি থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।

২০১২ সালে শেখ হাসিনার সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান পাপন। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। পাপন ছিলেন বিগত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী।

পাপনের জীবনে লাল তারিখ রক্তাত্ত ২১ আগস্ট:

নাজমুল হাসান পাপন বাংলাদশের প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র। তাঁর মা আইভি রহমান ছিলেন আওয়ামী লীগের অন্যতম নেত্রী। ২০০৪ সালে ঢাকায় তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনার জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছিল। বহু মৃত্যু হয়। বিস্ফোরণে জখম আইভি রহমানের মৃত্যু হয়।

কুড়ি বছর আগে ২১ আগস্ট শেখ হাসিনাকে খুনের চেষ্টায় নাশকতা হয়। তখন বাংলাদেশের বিএনপি-জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। অভিযোগ এই নাশকতায় জড়িত ছিলেন খোদ বেগম জিয়া। প্রতি বছর দিনটি পালন করত আওয়ামী লীগ। গণবিক্ষোভে গত ৫ আগস্ট সরকার পতনের পর দিনটি নিয়ে আওয়ামী লীগ নীরব। এই দিনেই বিস্ফোরণে জখম হয়েছিলেন নাজমুল হাসান পাপনের মা। এই দিনেই বাংলাদেশ ক্রিকেটে পাপন যুগ শেষ হল।