Bayern Munich : রেকর্ড টানা দশম বারের মতো জার্মান লিগ জিতল বায়ার্ন মিউনিখ

শনিবার ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড’কে বুন্দেসলিগা’র ম‍্যাচে ৩-১ গোলে হারিয়ে দিলো বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ,এই জয়ের মধ্যে দিয়ে টানা দশম বারের মতো জার্মান লিগ জিতলো বায়ার্ন।তিন ম‍্যাচ বাকী থাকতেই লিগ পকেটস্থ করল জার্মানির অন‍্যতম শক্তিশালী দল।

ম‍্যাচের প্রথমার্ধে সের্গেই গেনাব্রি এবং রবার্ট লেবনাডস্কির করা গোলে ২-০ গোলে এগিয়ে যায় বরুশিয়া।পরবর্তী সময়ে ম‍্যাচের ৫২ মিনিটে এমরে ক‍্যান’এর গোলে ব‍্যবধান কমায় ডর্টমুন্ড।ম‍্যাচের ৭ মিনিটে জামাল মুসিয়ালা’র করা গোলে ম‍্যাচে জয় নিশ্চিত করে বায়ার্ন।

   

লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের থেকে আপাতত ১২ পয়েন্টে এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ।১৯৬৩ সালে বুন্দেসলিগা’র আবির্ভাবের বছরের থেকে এখনও অবধি ৩১ বার জার্মানির সেরা ক্লাবের শিরোপা পেয়েছে এই ক্লাব।

এদিন, থমাস মুলার বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ১১ বার জার্মান লিগ জয়ের নজির গড়ল।

” এই মুহূর্ত টার অপেক্ষায় ছিলাম।আমরা ঘরের মাঠেই মনেপ্রানে জয়টা নিশ্চিত করতে চেয়েছিলাম।…” খেলা শেষে এমনটাই জানিয়েছেন তিনি।

গতমাসে ভিলারিয়েলের কাছে হেরে চ‍্যাম্পিয়ান্স লিগের শেষ আট থেকে বিদায় নিয়েছিলো বায়ার্ন,এদিন ঘরের মাঠে ৭৫,০০০ দর্শকদের মাঝে লিগ জয় নিশ্চিত করে তাই স্বাভাবিক ভাবেই আনন্দিত তারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন