মাঠে নামলেন, কিছুক্ষণ পর উঠেও গেলেন। কী হল কিছুই চট করে বোঝা গেল না। অথচ একটা উইকেটের পতন। কোনো বল না খেলেই আউট। ক্রিকেট ইতিহাসে এই প্রথম ঘটল এমন কোনো ঘটনা।
বিশ্বকাপ ২০২৩ থেকে ক্রিকেট প্রেমীরা জানলেন Timed Out শব্দ জোড়া। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইমড আউট নিয়মে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। তিনি নিজেও হয়তো প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি। মাঠে দাঁড়িয়ে আম্পায়ারের সঙ্গে কিছু কথা বলতেও দেখা গিয়েছিল তাকে। ততক্ষণে আম্পায়ার যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছেন, সেটা আর বদলানোর নয়। ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে Timed Out নিয়ে সাজঘরে ফিরলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এই সমস্ত ঘটনা ঘটেছে সোমবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান Timed Out নিয়মে ম্যাথিউসকে আউট করার আর্জি জানিয়েছিলেন আম্পায়ারের কাছে। আম্পায়ার সাকিবের আর্জি মঞ্জুর করেন।
Timed Out মানে কী?
একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান ক্রিজে এসে খেলার জন্য তৈরি হতে যদি বেশি সময় নেন, তাহলে এই নিয়ম কাজে লাগানো যেতে পারে। অ্যাঞ্জেলো ম্যাথিউস ধীর লয়ে মাঠে প্রবেশ করেছিলেন। তারপর নিজের হেলমেট পরিবর্তন করতে গিয়েছিলেন। নতুন হেলমেট পরে ব্যাট করার আগে তিন মিনিট অতিক্রান্ত। তিন মিনিট পেরিয়ে যাওয়ার পর Timed Out নিয়ম প্রয়োগ করার কথা ভাবেন সাকিব।
Dramatic scenes in Delhi with Angelo Mathews becoming the first batter to be timed out in international cricket 👀
Details 👉 https://t.co/Nf8v8FItmh#BANvSL #CWC23 pic.twitter.com/VwjFfLHOQp
— ICC (@ICC) November 6, 2023