Armando Sadiku: বাগান-বসুন্ধরা ম্যাচে প্রথম একাদশে অনিশ্চিত সাদিকু

ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি এএফসি কাপের মতো ফুটবল টুর্নামেন্টে ও দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। সার্জিও লোবেরার ওডিশা এফসি থেকে শুরু করে পরবর্তীতে মালদ্বীপের শক্তিশালী…

Armando Sadiku

ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি এএফসি কাপের মতো ফুটবল টুর্নামেন্টে ও দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। সার্জিও লোবেরার ওডিশা এফসি থেকে শুরু করে পরবর্তীতে মালদ্বীপের শক্তিশালী দল তথা মাজিয়া স্পোর্টস ক্লাব হোক কিংবা বাংলাদেশের বসুন্ধরা কিংস সবার বিপক্ষেই যথেষ্ট প্রভাবশালী থেকেছে মোহনবাগান।

তবে এএফসি কাপের শেষ ম্যাচে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে এগিয়ে থেকে ও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় কলকাতার এই প্রধান দলকে। যা নিয়ে হতাশ ছিল সকলেই। তবে এবার তাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় পেয়ে গ্রুপ শীর্ষে আসাই একমাত্র লক্ষ্য পালতোলা নৌকা ব্রিগেডের। সেই মর্মে গতকাল কলকাতার বুকে শেষ অনুশীলন করে বিকেলেই বাংলাদেশে এসে গিয়েছে শুভাশিসরা। এই ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করাই একমাত্র লক্ষ্য সকলের।

গত রবিবার, বিকেল ৫টা বেজে ৩০ মিনিটের মাথায় টিম হোটেলে পৌঁছায় মোহনবাগান সুপারজায়ান্টস দল। তারপর আগে বসুন্ধরা কিংসের স্কাফ আর ফুল দিয়ে বরন করে নেওয়া হয় দলের ফুটবলারদের। বাদ যায়নি মোহনবাগানের আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দো। তাকে ও বরন করে নেওয়া হয় সেখানে। এছাড়াও গত ম্যাচে না খেলা দুই তারকা তথা জেসন কামিন্স ও মরোক্কান তারকা হুগো বুমোসকে ও দেখা গিয়েছে সেখানে। শারীরিক অসুস্থতা কাটিয়ে বর্তমানে তারা দুজনেই যে সুস্থ সেকথা পরিষ্কার। তাছাড়া গত কয়েকদিন ধরেই দলের সঙ্গে অনুশীলন করেছেন দুজনে। সব ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবারের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে নামতে পারেন দুজনেই।

এছাড়াও প্রথম একাদশে থাকতে পারেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। এক্ষেত্রে এই ম্যাচের ক্ষেত্রে সাধারণভাবেই বিশাল কাইথকে গোলকিপার হিসেবে দেখা মিলবে। পাশাপাশি দলের রক্ষনভাগে দেখা যেতে পারে অধিনায়ক শুভাশিস বসু থেকে শুরু করে দুই বিদেশি তারকা তথা হেক্টর ইউৎসে ও ব্রান্ডন হ্যামিলকে। রাইট ব্যাকে থাকতে পারেন আশিষ রাই। পাশাপাশি ডিফেন্সিভ মিডে দেখা যেতে পারে অনিরুদ্ধ থাপাকে।পাশাপাশি থাকতে পারেন সাহাল আব্দুল সামাদ ও হুগো বুমোস।সেইসাথে দলের আপ ফ্রন্টে দেখা যেতে পারে মেইন স্ট্রাইকার হিসেবে আর্মান্দো সাদিকুকে। এছাড়াও তাকে সাহায্য করার জন্য থাকতে পারেন জেসন কামিন্স ও দিমিত্রি পেট্রতোস।