চার গোল হজম করল Basundhara গ্রুপের আরও এক দল

উত্তর বারিধারার সময়টা ভালো যাচ্ছে না। বৃহস্পতিবার চলতি লিগে পঞ্চম হারের স্বাদ পেয়েছে তারা। চট্টগ্রাম আবাহনীর কাছে বসুন্ধরা (Basundhara) গ্রুপের এই দল পরাজিত ৪-২ গোলে। 

Advertisements

মরশুমের দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড। তাঁকে রুখতেই হিমশিম খেতে হয়েছে বারিধারা। বন্দর নগরীর হয়ে চতুর্থতম গোলের কারিগর ওমিদ পোপালজাই। বারিধারার হয়ে গোল দুটি করেছিলেন সাইদস্তোন ফজিলভ ও ইভজেনি কোচনেভ।

এই নিয়ে টানা দুটি ম্যাচে জয় পেল চট্টগ্রাম আবাহনী। যার সুবাদে লিগ ক্রম তালিকায় তারা এখন চার নম্বরে। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট। উল্টো দিকে স্বস্তিতে নেই বারিধারা । পঞ্চম ম্যাচে তারা পরাস্ত। বর্তমানে উত্তর বারিধারা ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

Advertisements

কলকাতায় আলোচিত শেখ রাসেল ক্রীড়া চক্রের অবস্থানও খুব একটা উল্লেখ্যযোগ্য নয়। বারো দলের লিগে একাদশতম স্থানে রয়েছে শেখ রাসেল। বড় বাজেটের দল গড়েও সাফল্য মিলছে না। আট ম্যাচ খেলে জয় মাত্র একটিতে। পাঁচটিতে পরাজয় এবং ড্র দুটি ম্যাচে।