AFC Cup: সব করেও বড় ব্যবধানে হারল বাংলাদেশের সেরা ক্লাব

Bashundhara Kings 1-3 Maziya Sports

চলতি AFC প্রতিযোগিতার (AFC Cup) গ্রুপ পর্বের শুরুটা বসুন্ধরা কিংসের জন্য মধুর হল না। অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে বড় ব্যবধানে পরাজিত হয়েছে দল। খেলার শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল মালদ্বীপের ক্লাব মেজিয়া। বাকি সময় আগলে রাখল নিজেদের গোল মুখ। সেই সঙ্গে পাল্টা আক্রমণ। মেজিয়ার পক্ষে ম্যাচের ফল ৩-১।

Advertisements

সবই হল, গোলটাই শুধু হল না। বসুন্ধরা কিংসের খেলা দেখে ম্যাচ শেষে এটাই বলতে হচ্ছে। মালদ্বীপের মাঠে গোটা সময়টা বল নিজেদের কাদে রেখেছিল অস্কার ব্রুজনের ছেলেরা। ১৫ মিনিটে গোল খেয়ে পিছিয়ে যাওয়া হয়তো ভারতের কাজ করে যাওয়া এই কোচের পরিকল্পনায় ছিল না। পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচের প্রায় ৭৪ শতাংশ বল পজিশন নিজেদের দখলে রেখেছিল বসুন্ধরা কিংস।

   

মাঝমাঠে বসুন্ধরা ভালো খেললেও অ্যাটাকিং থার্ড অঞ্চলে গিয়ে বারবার হারিয়ে গিয়েছে তারা। বাংলাদেশের মাটিতে প্রচুর গোল করা বিদেশি ফুটবলারদের কেউ কেউ এদিন আশাহত করেছেন। তবে রবিনহো উইং বরাবর ভালো খেলেছেন।

বসুন্ধরা কিংসের দুটি ব্যাপার এদিন বেশ চোখে পড়ার মতো। এক, দলগত খেলার থেকেও ব্যক্তিগত ক্যারিশমা বেশি চোখে পড়েছে এই ম্যাচে। দুই, গোল আসছে না দেখেও কোচের পরিকল্পনা। নিজেদের ঘরের টুর্নামেন্টে মুড়ি মুড়কির মতো গোল করেছে বসুন্ধরা। কিন্তু এটা আন্তর্জাতিক টুর্নামেন্টে। মালদ্বীপের মেজিয়া কাগজে কলমে পিছিয়ে থাকলেও এশিয়ান টুর্নামেন্ট খেলার ব্যাপারে অভিজ্ঞ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements