পোলা তো নয় আগুনের গোলা! মেসির মতো কাটিয়ে ডিফেন্স ভাঙছে ১৬ বছরের স্প্যানিশ

Lamine Yamal

আন্তর্জাতিক ফুটবলে বহু প্রতিভাকে তুলে এনেছে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমি। সম্প্রতি অ্যাকাডেমির এক ছাত্র নজর কেড়েছেন ফুটবল প্রেমীদের। তিনি ১৬ বছর বয়সী Lamine Yamal। ইতিমধ্যে বার্সেলোনার সিনিয়র দল এবং স্পেনের জাতীয় দলে অভিষেক হয়ে তার। লামিনের স্কিলের ফুটেজ উয়েফার পক্ষ থেকে আলাদা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

জর্জিয়ার পর সাইপ্রাসের বিরুদ্ধেও স্পেনের গোলের বন্যা। ৬ গোল দিয়েছে প্রাক্তন বিশ্বকাপ বিজেতারা। এর আগের ম্যাচে জর্জিয়াকে সাত গোলে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশ আর্মাডা। বুধবার হওয়া স্পেনের ম্যাচ নিয়ে যতো না আলোচনা হয়েছে, তার থেকে বেশি আলোচনার কেন্দ্রে থেকেছেন Lamine Yamal। ইতিমধ্যে অনেকে বলতে শুরু করেছেন, আগামী দিনে এই ছেলেটাই বার্সেলোনায় লিওনেল মেসির শূন্য স্থান পূরণ করবে।

   

UEFA Euro 2024 তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বার্সা ফুটবলারের স্কিলের ফুটেজ পোস্ট করেছে। বলা হচ্ছে, এটাই দিনের সেরা মুহূর্ত। ভিডিওতে দেখা গিয়েছে, মাঠের ডান প্রান্ত থেকে ঝড়ের গতিতে দৌড়ে প্রতিপক্ষের বক্সে প্রবেশ করছে ইয়ামাল। সাইপ্রাসের বড় চেহারার একাধিক ফুটবলার বাধা দেওয়ার চেষ্টা করেছেন তাকে, কিন্তু পারেননি। অন্তত দুজন ফুটবলারকে কাটিয়ে ইয়ামাল পৌঁছে গিয়েছিল ষোলো বছরের ছেলেটা। নিয়েছিল শট। গোলটা হলে নিঃসন্দেহে ভিডিওর শেষটা আরও সুন্দর হতে পারতো। গোল হয়নি। গোলরক্ষক শট প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলেন।

দেখে নিন নয়নাভিরাম সেই ভিডিওটি:-

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন