জয়ের হ্যাটট্রিক, এল ক্লাসিকোর আগে ফুটছে বার্সা

Barcelona will play Real Madrid on February 21

মরসুমের শুরু থেকে ধুঁকতে থাকা বার্সেলোনা সময়ের হাত ধরে ইউ টার্ন নিয়েছে। জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পর থেকেই এই ঘুরে দাঁড়ানোর মিশন সফল ভাবে শুরু করে বার্সা। মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানদের জায়গা ভরাট করার যোগ্য ফুটবলার না থাকার কারণেও গোলখরায় বেশ ভুগতে হয় বার্সাকে। কিন্তু মেম্ফিস ডিপাই-ফেরান তোরেস-পিয়েরে এরিক অবামেয়াংরা এখন সেই দুর্বল জায়গায়ও ভরাট করতে অনেকটা সক্ষম।

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়েও আধিপত্য বজায় রেখেছিল বার্সা। পুরো ম্যাচে গোলের জন্য ২০টি শট করে তারা। যার মধ্যে ৯টিই ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে ১৩ শটের ৩টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল এলচে। তবে ম্যাচের প্রথম গোলটি করে আয়োজকরাই। বিরতির ঠিক আগে দলকে এগিয়ে দেন এলচের স্প্যানিশ মিডফিল্ডার ফিদেল চাভেস।

   

ম্যাচের ৬০ মিনিটে স্কোরলাইনে সমতা আনেন বদলি হিসেবে নামা তরুণ ফরোয়ার্ড ফেরান তোরেস। ওসুমানে দেম্বেলের ক্রস থেকে বল পেয়ে ডি-বক্সে এগিয়ে দিয়েছিলেন জর্দি আলবা। সেখানে পা ছুঁইয়ে স্কোর শিটে নাম তোলেন ম্যান সিটি থেকে কাতালান ক্লাবটিতে পা রাখা এই তরুণ তুর্কি। এরপর জয়সূচক গোলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয় ৮৪ মিনিট পর্যন্ত। ডি-বক্সের মধ্যে হ্যান্ড বল করেন এলচের ডিফেন্ডার অ্যান্তোনিও বারগান। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সহজ সুযোগ পেয়ে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি জয় নিশ্চিত করেন ডাচ তারকা ডিপাই।

লা লিগায় জয়ের হ্যাটট্রিক করে চলতি মরসুমে প্রথমবার পয়েন্ট টেবিলের তিনে উঠে এল বার্সা। ২৬ ম্যাচে ৪৮ পয়েন্ট তাদের সংগ্রহে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট। ফলে বড় কোনও মিরাক্যাল না ঘটলে এই মরসুমে চ্যাম্পিয়ন হচ্ছে রিয়ালই। তবে রানার্স আপ হয়ে লিগ শেষ করার সুযোগ রয়েছে বার্সার সামনে।

যদিও কাতালান শিবিরের ভাবনায় এখন স্রেফ এল ক্লাসিকো। দীর্ঘদিন স্প্যানিশ ডার্বিতে জয়ের মুখ দেখেনি বার্সা। চলতি মাসের ২১ তারিখ মুখোমুখি হবে রিয়াল-বার্সা। তার আগে জয়ের ছন্দ বজায় রেখে ফুটবলারদের আত্মবিশ্বাস তুঙ্গে রাখাই একমাত্র লক্ষ্য জাভির।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন