রবিবার মহারণ! বাংলাদেশের কাছে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান

২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের (ICC Womens World Cup 2025) যাত্রা শুরুতেই বাজিমাত করল বাংলাদেশের ক্রিকেট দল (Bangladesh)। প্রথম ম্যাচেই পাকিস্তানকে (Pakistan) ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসে…

Bangladesh women beat Pakistan by 7 wickets in ICC Womens World Cup 2025

২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের (ICC Womens World Cup 2025) যাত্রা শুরুতেই বাজিমাত করল বাংলাদেশের ক্রিকেট দল (Bangladesh)। প্রথম ম্যাচেই পাকিস্তানকে (Pakistan) ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর সূচনা করল নিগার সুলতানার দল (Cricket News)। প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ।

Advertisements

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং ধস

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা। তবে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। ম্যাচের প্রথম ওভারেই মারুফা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে দুই ওপেনার ওমাইমা সোহেল ও সিদরা আমিন গোল্ডেন ডাকের শিকার হন। অফস্টাম্পের বাইরের দুই বল ভেতরে ঢুকে ভেঙে দেয় তাদের স্টাম্প। ২ রানে ২ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে পাকিস্তান।

   

এরপর কিছুটা প্রতিরোধ গড়েন মুনিবা আলি (১৭) ও রামিন শামীম (২৩)। তৃতীয় উইকেটে আসে ৪২ রানের জুটি। কিন্তু নাহিদা আক্তার পরপর দুই ওভারে তাদের ফিরিয়ে আবারও পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেন। এরপর আলিয়া রিয়াজ (১৩), সিদরা নওয়াজ (১৫), ফতিমা সানা (২২) কিছুটা লড়াই করলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন লেগস্পিনার স্বর্ণা আক্তার। তিনি ৩.৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন এবং তার সবগুলো ওভারই ছিল মেডেন। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট। পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ৩৮.৩ ওভারে ১২৯ রানে। এটি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ।

রুবাইয়ার অনন্য অভিষেক, সহজ জয় বাংলাদেশের

১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও শুরুতে কিছুটা চাপে পড়ে। ওপেনার ফারজানা হক ১৭ বলে ২ রান করে এলবিডব্লু হন ডায়ানা বেগের বলে। তিনে নামা শারমিন আক্তার ১০ রান করতে খেলেন ৩০ বল। ১২তম ওভারে তার বিদায়ে বাংলাদেশ পড়ে যায় ৩৫ রানে ২ উইকেটের অবস্থানে।

তবে অভিষিক্ত রুবাইয়া হায়দার ও অধিনায়ক নিগার সুলতানা জুটি গড়েন দায়িত্বশীল ইনিংসে। দুজন মিলে তৃতীয় উইকেটে ৬২ রান যোগ করেন। নিগার ৪৪ বলে করেন ২৩ রান। এরপর রুবাইয়ার সঙ্গে ব্যাট করতে নামা সোবহানা মোস্তারি ১৯ বলে ২৪ রান করে দলকে জয় এনে দেন।

রুবাইয়া খেলেন ৭৭ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস, মারেন ৮টি চার। ওয়ানডে অভিষেকে এটি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান, যা ভেঙে দেয় আয়েশা রহমানের করা ৫৩ রানের আগের রেকর্ড (২০১১, আয়ারল্যান্ডের বিপক্ষে)।

৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে নেয় জয়ের লক্ষ্যে। ম্যাচসেরা হন মারুফা আক্তার, তবে ব্যাট হাতে রুবাইয়ার অনবদ্য ইনিংস ম্যাচ ঘুরিয়ে দেয় পুরোপুরি।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৭ অক্টোবর, গুয়াহাটিতে। প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ২০২২ বিশ্বকাপে মাত্র এক ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দল দেখিয়ে দিল, তারা এসেছে ইতিহাস গড়তে। এখন দেখার পালা, ইংল্যান্ডের বিপক্ষে কীভাবে ঘুরে দাঁড়ায় নিগার বাহিনী।

Bangladesh women beat Pakistan by 7 wickets in ICC Womens World Cup 2025