
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা যেন ক্রমেই ঘনীভূত হচ্ছে। কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারিত ম্যাচ ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন গড়িয়েছে ভারতের অন্য শহরে খেলার সম্ভাবনা পর্যন্ত। কিন্তু সেখানেও যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নরম হচ্ছে না, তা স্পষ্ট করে দিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
রো-কো জুটির প্রত্যাবর্তনের ম্যাচে ভারতের একাদশে বিরাট চমক, নেই তারকা পেসার
আইসিসি সূত্রে খবর, বাংলাদেশের তরফে ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। কার্যত নাকচ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসির মতে, টুর্নামেন্টের এত দেরিতে ভেন্যু বদল “অসম্ভব ও অবাস্তব।” একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে নিরাপত্তা নিয়ে কোনও বাস্তব সমস্যা নেই।
তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, পরিস্থিতি সামাল দিতে বিসিবিকে ভারতের মধ্যেই বিকল্প ভেন্যুর প্রস্তাব দিতে পারে আইসিসি। দক্ষিণ ভারতের হায়দরাবাদ বা চেন্নাইয়ের মতো শহরের নাম ঘুরছে জল্পনায়। কিন্তু সেই প্রস্তাব এলেও যে বিসিবি তা গ্রহণ করবে না, সেটাও কার্যত পরিষ্কার করে দিয়েছেন বোর্ড সভাপতি।
“ভাগ্যে যা লেখা আছে…!” বিশ্বকাপের আগে মনের কথা জানালেন শুভমন
শুক্রবার রাতে আমিনুল ইসলাম বলেন, “আইসিসির তরফে এখনও কোনও লিখিত উত্তর পাইনি। আমরা অপেক্ষায় আছি। অন্য যে মাঠেই খেলা হোক না কেন, সেটাও তো ভারতের মাঠ। এই বিষয়ে একা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সরকারের নির্দেশ অনুযায়ীই আমাদের চলতে হবে। আমাদের অবস্থান আগে যা ছিল, এখনও সেটাই আছে।”
এর আগেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইসিসিকে দু’দফা চিঠি পাঠিয়েছে বিসিবি। প্রথম চিঠির উত্তরে আইসিসি জানিয়েছিল, শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন সম্ভব নয় এবং ভারতে নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন নেই। সূত্রের খবর, দ্বিতীয় চিঠির উত্তরের সুরও একই রকম হতে চলেছে। আইসিসির যুক্তি, বিসিবি নিরাপত্তার কথা বললেও তার পক্ষে কোনও নির্দিষ্ট ও যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি।
এই টানাপড়েনের মাঝেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। রবিবার বরোদায় ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ চলাকালীনই বিসিসিআই কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মনে করা হচ্ছে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে খেলতে না আসে, তাহলে বিশ্বকাপে সেই শূন্যতা কীভাবে পূরণ করা যায়। সেই নিয়েই মূলত আলোচনা হবে।
আইএসএলে অংশগ্রহণ করবে? সোমবার পর্যন্ত সময় চাইল এই ক্লাব
সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা এখনও ধোঁয়াশায়। আইসিসির উত্তরের দিকেই এখন তাকিয়ে বিসিবি। তবে বোর্ড সভাপতির বক্তব্যে স্পষ্ট-ভেন্যু কলকাতা হোক বা চেন্নাই, ভারতের মাটিতে খেলা নিয়ে সরকারের অবস্থান না বদলালে বাংলাদেশও সিদ্ধান্ত বদলাবে না। বিশ্বকাপের আগে তাই মাঠের বাইরের নাটকই এখন ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।










