শেখ হাসিনার (Sheikh Hasina) সরকার পতনের পর বাংলাদেশ (Bangladesh) জাতীয় দলের আন্তরর্জাতিক ক্রিকেট তারকা শাকিব আল হাসান (Shakib Al Hasan) নিজের দেশে ফিরতে ভয় পাচ্ছেন। কারণ তিনি ছিলেন আওয়ামী লীগের সাংসদ। সরকার বিরোধী গণবিক্ষোভ চলাকালীন গুলি চালিয়ে এক বিক্ষোভকারীকে খুনের মামলায় তাঁর নাম অন্যান্য অভিযুক্তদের তালিকায় আছে। এবার সাকিব জড়ালেন বাংলাদেশ পুঁজিবাজার (শেয়ার মার্কেট) কেলেঙ্কারিতে।
শেয়ারদরে কারসাজি করার কারণে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছেন শাকিব আল হাসান। তাই তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শাকিবের পাশাপাশি আরও কয়েকজনের জরিমানা হয়ে়ছে। বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যাচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারের আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরুর সঙ্গে যোগাযোগ আছে শাকিব আল হাসান। অভিযোগ গত চার-পাঁচ বছরে পুঁজিবাজারে যেসব শেয়ার নিয়ে আবুল খায়ের হিরু সবচেয়ে বেশি কারসাজির ঘটনা ঘটিয়েছে এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ ছিল সাকিবেরও।