“সামনে কে, পরোয়া করি না”, হুঙ্কার দিয়ে এশিয়া কাপের (Asia Cup) গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গর্জে উঠেছেন মেহেদি হাসান (Mehdi Hasan)। প্রতিপক্ষ ভারত (Inida) হোক বা পাকিস্তান, টাইগারদের লক্ষ্য একটাই জেতা। আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ (Bangladesh) দল এবার আর পরিসংখ্যানের ফাঁদে পা দিতে নারাজ (Bangladesh Cricket News)। তারা চাইছে মাঠে তাদের সেরা পারফরম্যান্সটা দিতে, আর সেই লক্ষ্যেই প্রস্তুত মেহেদি হাসানরা (Bengali Sports News)।
বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। এর আগে একাধিকবার দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। স্মরণীয় ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনাল কিংবা ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব জায়গায়ই ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। এবারও তার ব্যতিক্রম নয়।
সাংবাদিক সম্মেলনে মেহেদি হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমরা মাথা ঠান্ডা রেখে খেলতে চাই। কার বিরুদ্ধে খেলছি, সেটা নিয়ে ভাবলে পারফরম্যান্সে প্রভাব পড়ে। আমাদের লক্ষ্য একটাই, নিজেদের সেরা ক্রিকেটটা খেলা।”
তবে পরিসংখ্যান কিন্তু ভারতের পক্ষেই কথা বলছে। এখনও পর্যন্ত ভারত ১৭ টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হয়ে জিতেছে ১৬ বার। এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে ১৫ বার, যার মধ্যে ১৩ বার জয়ী ভারত। তবে ক্রিকেট তো শুধুই পরিসংখ্যানের খেলা নয়। মাঠে কে কিভাবে খেলবে, সেটাই নির্ধারণ করে ম্যাচের ভাগ্য।
এই মুহূর্তে সুপার ফোরে ভারত ও বাংলাদেশ দুই দলেরই পয়েন্ট ২ করে। ভারত তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নেট রান রেটে এগিয়ে রয়েছে। তাদের নেট রান রেট +০.৬৮৯, যেখানে বাংলাদেশের নেট রান রেট মাত্র +০.১২১। তাই ফাইনালে জায়গা করে নিতে হলে বাংলাদেশের জন্য ভারতের বিরুদ্ধে জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার মঙ্গলবার যদি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশের জন্য বৃহস্পতিবারের পাকিস্তান ম্যাচ কার্যত সেমিফাইনালে রূপ নেবে।
Training at ICC Cricket Academy in Dubai 🏏in preparation for the next Super 4 match against India on Wednesday! 🇧🇩🇮🇳#Bangladesh #TheTigers #BCB #Cricket #AsiaCup #Cricket #TigersForever #AsiaCup2025 pic.twitter.com/QGpkaXcxET
— Bangladesh Cricket (@BCBtigers) September 22, 2025
Bangladesh prepares to shoch India in Asia Cup Super Four Mehdi Hasan Confident for crucial T20 clash

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
