মুস্তাফিজুর বিতর্কে এই খেলাতে বিপাকে বাংলাদেশিরা! জানালেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

bangladesh-players-ban-in-india-after-ipl-controversy

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া শুধু ক্রিকেটিং সিদ্ধান্তে আটকে নেই। এই ঘটনাকে ঘিরে ভারত-বাংলাদেশ ক্রীড়াসম্পর্কে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা। প্রশ্ন উঠছে, ক্রিকেটের পর কি ভারতের মাটিতে অন্য খেলাতেও ‘অস্বস্তি’র মুখে পড়বেন বাংলাদেশি (Bangladesh) ক্রীড়াবিদরা?

সঞ্জুর বিকল্প হিসেবে রাজস্থানে অধিনায়কের দৌড়ে এই ১৪ কোটির অভিজ্ঞ ক্রিকেটার

   

বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যত আগুনে ঘি ঢেলেছে। আইপিএলে খেলার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের অন্যতম সেরা পেসারের। তারই প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) জানিয়ে দিয়েছে, ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে তারা আর আগ্রহী নয়। আইসিসিকে চিঠি দিয়ে ভারত থেকে ম্যাচ সরানোর দাবিও জানানো হয়েছে।

এই পরিস্থিতির প্রভাব শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ থাকছে না। ভারতের মাটিতে আয়োজিত পেশাদার গলফ ট্যুর পিজিটিআইতেও অংশ নেওয়ার কথা রয়েছে তিন বাংলাদেশি গলফারের। তাঁরা হলেন জামাল হোসেন, মহম্মদ সিদ্দিকুর রহমান ও মহম্মদ আকবর হোসেন। এখানেই উঠছে বড় প্রশ্ন, ক্রিকেটের মতো অন্য খেলাতেও কি বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ হতে চলেছে?

এই জল্পনার মাঝেই মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি কপিল দেব। উল্লেখযোগ্যভাবে, বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক বর্তমানে পিজিটিআইর সভাপতি। বিষয়টি নিয়ে তাঁর মন্তব্য যথেষ্ট সংযত, “আমরা সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করব। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত বা আলোচনা হয়নি।”

হামিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল

ক্রীড়াক্ষেত্রের এই টানাপোড়েনের নেপথ্যে রয়েছে রাজনৈতিক ও সামাজিক উত্তাপ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, ধর্মীয় হানাহানি এবং সাম্প্রতিক হিংসাত্মক ঘটনায় দুই দেশের সম্পর্ক নতুন করে চাপে পড়েছে। এসব ঘটনার প্রতিবাদে ভারতের বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছে, যার আঁচ এসে পড়েছে ক্রীড়াঙ্গনেও।

উল্লেখযোগ্য যে, এ বছর আইপিএলের নিলামে রেকর্ড ৯.২ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু তাঁকে খেলানো নিয়ে আপত্তি বাড়তেই বিসিসিআইয়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ফ্র্যাঞ্চাইজি।

মুস্তাফিজুর ইস্যুতে বিব্রত ভারত, বিসিসিআইকে নিশানা কংগ্রেস নেতার

ঘটনাপ্রবাহ এখানেই থামেনি। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুরুতে বিসিবি ভারতের ভেন্যু বদলের দাবিতে অনাগ্রহী থাকলেও, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি বদলায়। বোর্ডের উপর চাপ বাড়ানো হয় এবং শেষ পর্যন্ত আইসিসিকে চিঠি দিতে বাধ্য হন বিসিবি কর্তারা।

সব মিলিয়ে প্রশ্নটা এখন আর শুধু মুস্তাফিজুরকে ঘিরে নয়। প্রশ্নটা বৃহত্তর, রাজনৈতিক টানাপোড়েনের দোলাচলে কি ক্রীড়ার নিরপেক্ষতা হারাচ্ছে? আর তারই মূল্য কি দিতে হচ্ছে খেলোয়াড়দের?

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন