বাংলাদেশ (Bangladesh) ক্রিকেটের আকাশে ঘনিয়ে এসেছে কালো মেঘ। রাজনীতির টানাপোড়েন, বোর্ডের সিদ্ধান্ত আর বিশ্বকাপ বয়কট। সব মিলিয়ে ক্রিকেটারদের ভবিষ্যৎ দাঁড়িয়ে এক ভয়ংকর অনিশ্চয়তার মুখে। এই অবস্থায় আর চুপ থাকলেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সরাসরি বোর্ড কর্তাদের উদ্দেশে সমঝোতার আহ্বান জানালেন তিনি।
বিশ্বকাপ নিয়ে বোর্ড ও সরকারের অবস্থান, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং ঘরোয়া ক্রিকেট বন্ধ সবকিছু মিলিয়ে সবচেয়ে বড় ধাক্কাটা এসে পড়েছে ক্রিকেটারদের উপর। ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ, সামনে কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই, স্পনসররাও মুখ ফিরিয়ে নিচ্ছে। মানসিক ও আর্থিক দিক থেকে বিপর্যস্ত লিটন দাস, তাসকিন আহমেদ, শান্তদের মতো ক্রিকেটাররা।
এহেন পরিস্থিতিতে নাজমুল হোসেন শান্ত অকপটে বলেছেন, “চিন্তা তো একটু হয়। অবশ্যই চিন্তা হয়। ভবিষ্যৎ তো আমরা কেউই জানি না। খেলোয়াড় হিসেবে চিন্তা হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই।”
শান্ত বলেন, ‘এখন সবচেয়ে জরুরি বিষয় হলো সমঝোতা। বোর্ড ও সংশ্লিষ্ট সকল পক্ষ যদি একসঙ্গে বসে সিদ্ধান্ত নেয়, অন্তত ঘরোয়া ক্রিকেট চালু করা সম্ভব।’ বিশ্বকাপে না গেলে বিকল্প কোনও বড় ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার কথাও বলেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাজনীতির লড়াইয়ে যেন ক্রিকেটাররা ‘উলুখাগড়া’ হয়ে না যান, সেই আশঙ্কাই এখন সবচেয়ে বড়। শান্তর কণ্ঠে ধরা পড়া উদ্বেগ আসলে পুরো ক্রিকেট মহলেরই মনের কথা।
