Bangladesh: আন্তর্জাতিকস্তরের টেবিল টেনিস বিরাট সাফল্য লাভ করল বাংলাদেশ

Bangladesh has achieved great success in international level table tennis

আন্তর্জাতিক স্তরের টেবিল টেনিসে(table tennis) দুরন্ত নজির গড়লো বাংলাদেশ (Bangladesh)। কার্যত অসম্ভব’কে সম্ভব করে তুলেছে বাংলাদেশের প্যাডলাররা।মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের অনুর্ধ্ব-১৯ বিভাগে সোনা জিতেছে তারা।

মঙ্গলবার সোনার পদক জয় নিশ্চিত করার ম‍্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশের দল,এই দলের চার সদস্য মুহুতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ান বম এবং নাফিস ইকবাল।

   

এদিন হৃদয় প্রথম ম‍্যাচে ১১-৯, ১৩-১১, ৯-১১, ১১-৬ ব‍্যবধানে জেতেন,দ্বিতীয় ম‍্যাচে ১০-১২, ১৩-১১, ১১-৮, ১১-৬ জেতে লিয়ান বম।২-০ ব‍্যবধানে এগিয়ে গেলেও তিন নম্বর ম‍্যাচে নাফিস হারায় টাই জমে যায়,চতুর্থ ম‍্যাচে হেরে যায় রামহিম,ম‍্যাচে আসে নাটকীয় পরিবর্তন,খেলার ফলাফল ২-২।

জয়ী নির্ধারিত হবে শেষ ম‍্যাচে,এমন উত্তেজনা ময় একটি পরিস্থিতি’তে ৮-১১, ১১-৯, ১১-৯, ১১-৯ ব‍্যবধানে প্রতিপক্ষ’কে হারিয়ে সোনার পদক দখল করে বাংলাদেশ।এর আগে ফাইনালে স্থান নিশ্চিত করার পথে পাকিস্তান (৩-০), স্বাগতিক মালদ্বীপ( ৩-১) এবং নেপাল’কে( ৩-২) ব‍্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ,সেদেশের টিটি’র ইতিহাসে এটাই প্রথম সোনার পদক জয়লাভ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন