আন্তর্জাতিক স্তরের টেবিল টেনিসে(table tennis) দুরন্ত নজির গড়লো বাংলাদেশ (Bangladesh)। কার্যত অসম্ভব’কে সম্ভব করে তুলেছে বাংলাদেশের প্যাডলাররা।মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের অনুর্ধ্ব-১৯ বিভাগে সোনা জিতেছে তারা।
মঙ্গলবার সোনার পদক জয় নিশ্চিত করার ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশের দল,এই দলের চার সদস্য মুহুতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ান বম এবং নাফিস ইকবাল।
এদিন হৃদয় প্রথম ম্যাচে ১১-৯, ১৩-১১, ৯-১১, ১১-৬ ব্যবধানে জেতেন,দ্বিতীয় ম্যাচে ১০-১২, ১৩-১১, ১১-৮, ১১-৬ জেতে লিয়ান বম।২-০ ব্যবধানে এগিয়ে গেলেও তিন নম্বর ম্যাচে নাফিস হারায় টাই জমে যায়,চতুর্থ ম্যাচে হেরে যায় রামহিম,ম্যাচে আসে নাটকীয় পরিবর্তন,খেলার ফলাফল ২-২।
জয়ী নির্ধারিত হবে শেষ ম্যাচে,এমন উত্তেজনা ময় একটি পরিস্থিতি’তে ৮-১১, ১১-৯, ১১-৯, ১১-৯ ব্যবধানে প্রতিপক্ষ’কে হারিয়ে সোনার পদক দখল করে বাংলাদেশ।এর আগে ফাইনালে স্থান নিশ্চিত করার পথে পাকিস্তান (৩-০), স্বাগতিক মালদ্বীপ( ৩-১) এবং নেপাল’কে( ৩-২) ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ,সেদেশের টিটি’র ইতিহাসে এটাই প্রথম সোনার পদক জয়লাভ।