সুপার ফোরে বাংলাদেশের হয়ে দাপট দেখাতে পারেন এই ক্রিকেটার!

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup 2025) অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ৮ রানের জয় ছিনিয়ে নেয় টাইগাররা…

Bangladesh Cricketer Tanzid Hasan like to spark out in Asia Cup 2025 Super Four

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup 2025) অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ৮ রানের জয় ছিনিয়ে নেয় টাইগাররা (Bangladesh)। আর এই জয়ের নায়ক নিঃসন্দেহে ওপেনার তানজিদ হাসান (Tanzid Hasan)।

শেষ দুই ম্যাচে একেবারে নিষ্প্রভ তানজিদ যেন এই ম্যাচে রূপ নিলেন আগুনে ব্যাটসম্যানে। প্রথম থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন তিনি। মাত্র ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করে ভাঙলেন একাধিক রেকর্ড। তাঁর ইনিংস ছিল ৩১ বলে ৫২ রান, যাতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। শক্ত হাতে ম্যাচের রাশ ধরেছিলেন এই তরুণ ওপেনার।

   

এই ইনিংসের মাধ্যমেই তানজিদ লিখলেন নতুন ইতিহাস। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এটি দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। এই তালিকায় তিনি অস্ট্রেলিয়ার মিচেল মার্শের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। মার্শও ২০২১ সালে একই মাঠে মাত্র ২৮ বলে অর্ধ শতক করেছিলেন। তালিকার শীর্ষে রয়েছেন UAE অধিনায়ক মহম্মদ বাসিম, যিনি ২০২১ সালে আফগানিস্তানের বিরুদ্ধেই মাত্র ২১ বলে অর্ধশতরান করেছিলেন।

বাংলাদেশের ইনিংসের সূচনা হয় ঝড়ের মতো। তানজিদ ও সইফ হাসানের মধ্যে প্রথম উইকেটে গড়ে ওঠে ৬৩ রানের জুটি মাত্র ৬.৪ ওভারে। সইফও এই ম্যাচে খেলেছেন দায়িত্বশীল ইনিংস, ২৮ বলে ৩০ রান করেন ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে। তবে অধিনায়ক লিটন দাস ব্যাট হাতে ব্যর্থ হন, মাত্র ৯ রানে সাজঘরে ফেরেন।

Advertisements

বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৬৭ রান। জবাবে আফগানিস্তান ভালো লড়াই করলেও থেমে যায় ১৫৯ রানে। বাংলাদেশ জিতে নেয় গুরুত্বপূর্ণ ৮ রানের জয়। তানজিদের এই ইনিংস বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ, তার আগের দুটি ম্যাচে তিনি একেবারেই ব্যর্থ ছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি শূন্য রানে আউট হন এবং হংকংয়ের বিরুদ্ধে করেছিলেন মাত্র ১৪ রান।

তবে এই ম্যাচে তিনি যেভাবে ফিরে এলেন, তাতে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। পাশাপাশি, এই ইনিংস দলের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে বলেই মনে করছে ক্রিকেটমহল।