Home Sports News ভারতের বিশ্বকাপ বয়কটের মধ্যেই গৃহযুদ্ধ বাংলাদেশ ক্রিকেটে

ভারতের বিশ্বকাপ বয়কটের মধ্যেই গৃহযুদ্ধ বাংলাদেশ ক্রিকেটে

bangladesh-cricket-players-boycott-nadzmul-islam-ahead-t20-world-cup

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে বাংলাদেশ ক্রিকেটে (Bangladesh Cricket) বিতর্কের নতুন অধ্যায়ে ঢুকে পড়েছে ক্রিকেটারদের ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) ধ্যে টানাপোড়েন। বুধবার (১৪ জানুয়ারি) বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) পদত্যাগ দাবি করে বয়কটের আলটিমেটাম দিয়েছে।

Advertisements

আইএসএল শুরুর আগে ‘বিরাট’ সুখবর ভারতীয় ফুটবলে

   

এর প্রভাব পড়েছে বিপিএলের ঢাকা পর্বেও। আজ দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়নি ক্রিকেটারদের বয়কটের কারণে। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের জানিয়েছেন, ক্রিকেটাররা খেলতে চায়, কিন্তু সম্মান ও ন্যূনতম মর্যাদার প্রশ্নে আপস করা সম্ভব নয়। তিনি বলেন, “আমরা খেলার বিপক্ষে নই, তবে সবকিছুরই একটা সীমা আছে। সেটি বহু আগে থেকেই অতিক্রম করা হয়েছে। এই ইস্যু শুধু একজন ক্রিকেটারের নয়, পুরো ক্রিকেট অঙ্গনের সম্মান ও মর্যাদার প্রশ্ন।”

সাংবাদিক সম্মেলনে পাঁচটি মূল দাবি তুলে ধরা হয়েছে —
১. ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট সমাধান,
২. নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির স্পষ্ট অবস্থান,
৩. বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ,
৪. নারী ক্রিকেটে সুযোগ-সুবিধার উন্নয়ন,
৫. ক্রিকেটের প্রতি সম্মান বজায় রাখা।

নুরুল হাসান সোহান বলেছেন, “খেলার জন্য সবাই প্রস্তুত, তবে দাবি মেনে।” তিনি নিশ্চিত করেছেন, ক্রিকেটাররা মাঠে নামবেন একটাই শর্তে বিসিবি যদি ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলানের পদত্যাগের আনুষ্ঠানিক গ্যারান্টি দেয়।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ইনভেস্টর জট কাটতেই উচ্ছ্বসিত মহামেডান সমর্থকরা

বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের আলটিমেটামের প্রেক্ষিতে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিসিবি তরফে জানানো হয়েছে, সিদ্ধান্তটি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদের আওতায় নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, “ক্রিকেটারদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আশা করি, এই কঠিন সময়ে সব ক্রিকেটার সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ অব্যাহত রাখবেন।”

বিশ্বকাপে কত নম্বরে খেলবেন? জানালেন নাইটদের পাওয়ার হিটার

এদিকে কোয়াব জানিয়েছে, বিকেলের মধ্যে বিসিবি থেকে আনুষ্ঠানিক নিশ্চয়তা পেলে ক্রিকেটাররা সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন। তবে এখনও কোনো গ্যারান্টি বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বাংলাদেশ ক্রিকেটে এই টানাপোড়েন শুধু বিপিএলের ভবিষ্যৎই নয়, বরং পুরো ক্রিকেট অঙ্গনের আস্থার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ক্রিকেটপ্রেমীরা এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায়, যা শেষ পর্যন্ত খেলোয়াড় ও বোর্ডের মধ্যকার দূরত্ব কমাবে কি না তা নির্ধারণ করবে।

Advertisements