বোর্ডের টানাপোড়েনে বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা! বোমা ফাটালেন টাইগাররা

bangladesh-cricket-crisis-before-t20-world-cup

বিশ্বকাপ (T20 World Cup) শুরুর আর এক মাসও বাকি নেই। অথচ কোথায়, কোন পরিবেশে খেলতে নামবে? মৌলিক প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয় বাংলাদেশের ক্রিকেটারদের কাছে। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও খেলোয়াড়দের মধ্যে দূরত্ব যেন দিনে দিনে আরও বাড়ছে। বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ না জানালেও ক্রিকেটারদের বক্তব্যে স্পষ্ট, অনিশ্চয়তা তাদের মানসিক প্রস্তুতিকে ক্ষতিগ্রস্ত করছে।

আইপিএলে কি ফিরছেন মুস্তাফিজুর রহমান? জল্পনায় জল ঢালল বিসিবি

   

ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি তুলে বিসিবি শুরুতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিল। আইসিসির চাপের মুখে অবস্থান কিছুটা নরম হলেও পুরোপুরি স্পষ্টতা আসেনি। এই টানাপোড়েনের সবচেয়ে বড় ভুক্তভোগী হয়ে উঠেছেন ক্রিকেটাররাই।পিচ, আবহাওয়া, কন্ডিশন তো দূরের কথা, মানসিক প্রস্তুতির জায়গাটুকুও স্থির হচ্ছে না।

এই প্রেক্ষাপটে টি-টোয়েন্টি দলের সদস্য মেহেদি হাসান মিরাজের বক্তব্য আলোচনায় এসেছে। সরাসরি বোর্ডের সমালোচনা না করলেও তিনি জানান, “অনিশ্চয়তার বিষয়টা ম্যানেজমেন্ট দেখবে। খেলোয়াড়দের কাজ খেলা। যদি মঙ্গলগ্রহে খেলতে পাঠায়, সেখানেও গিয়ে খেলব। এটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই।” এই মন্তব্যে যেমন পেশাদারিত্বের দৃঢ়তা আছে, তেমনি আছে একরাশ আক্ষেপ।

‘পশ্চিমবঙ্গ-অসমে ভোট বলেই…’ বিশ্বকাপ ইস্যুতে কাকে নিশানা প্রাক্তন BCB সচিবের?

অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আরও স্পষ্টভাবে তুলে ধরেছেন বিশ্বকাপের আগে অস্থিরতার চিরচেনা চিত্র। তিনি বলেন, “প্রতি বিশ্বকাপের আগেই এমন কিছু না কিছু ঘটে। যার প্রভাব খেলায় পড়ে। আমরা অভিনয় করি যে আমাদের কিছু হয়নি। আমরা পেশাদার, তাই এগুলো সরিয়ে রেখে পারফর্ম করার চেষ্টা করি। কিন্তু এসব না হলেই ভালো।”

অস্থিরতা এখানেই থামেনি। বোর্ডের এক কর্মকর্তার মন্তব্যকে ঘিরে ক্ষোভ ছড়িয়েছে ক্রিকেট মহলে। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলার অভিযোগ ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বর্তমান ক্রিকেটাররা। তারা একজোট হয়ে বিসিবির কর্তা নাজমুল ইসলামের প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনার দাবি তুলেছেন। ‘ভারত বিদ্বেষ’ দেখাতে গিয়ে নিজেদেরই একজন অভিজ্ঞ ক্রিকেটারকে অপমান করার খেসারত দিচ্ছে বোর্ড, এমন মত অনেকের।

তামিম ইকবাল আগেই বলেছিলেন, আইসিসির সঙ্গে অযথা বিরোধে না গিয়ে সবার আগে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সেই ভবিষ্যৎই যেন সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে।

বিশ্বকাপের আগে যখন দলগুলোর ফোকাস থাকে পরিকল্পনা, কন্ডিশন ও কম্বিনেশন নিয়ে। তখন বাংলাদেশ দলের আলোচনার কেন্দ্রে প্রশাসনিক সিদ্ধান্ত ও বোর্ড-ক্রিকেটার দ্বন্দ্ব। প্রশ্ন একটাই, অস্থিরতার প্রভাব কি শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সে পড়বে? ইতিহাস বলছে, উত্তরটা খুব একটা আশাব্যঞ্জক নয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন