সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) বোর্ডের সঙ্গে তাদের খেলোয়াড়দের চুক্তির তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে নাম ছিল না বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের (Tamim Iqbal)। প্রসঙ্গত, তামিম ইকবালের অবসরের খবর বহুবার হওয়ায় ভেসেছে। এমনকি ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের অংশ ছিলেন না তামিম ইকবাল।
আরও পড়ুন: IND vs SA: উইকেটে থাকছে ঘাস, সেঞ্চুরিয়নের উইকেট হতে পারে পেস বোলারদের জন্য আদর্শ
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন তামিম ইকবাল, কারণ বিসিবি প্রধান আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত থাকায় তাদের শেষ বৈঠক হঠাৎ শেষ হয়েছে। চুক্তির তালিকায় নাম না থাকায় তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন বোর্ডের চুক্তি তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত না করার জন্য। ২০২৩ সালে বাংলাদেশের হয়ে ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। যার মধ্যে একটি টেস্ট ম্যাচও রয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম টেস্ট সিরিজের পাশাপাশি চলতি নিউজিল্যান্ড সফরেও থাকছেন না তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জালাল ইউনিস জানিয়েছেন, ‘তামিম বলেছেন তার নিজস্ব পরিকল্পনা রয়েছে এবং তাই তাকে চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত না করার জন্য তিনি আমাদের অনুরোধ করেছেন।’ তামিম ইকবালের পক্ষ থেকে এক মাস আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল, তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবেন। ২০২৪ সালের ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের( বিপিএল)। এবার এই টি-টোয়েন্টি লিগে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে।
Tamim Iqbal has requested exclusion from the upcoming central contract, confirmed by BCB Cricket Operations Chairman Jalal Younus. 📄🖋️ #TamimIqbal #BCB #Cricket pic.twitter.com/lPxweP0Bj4
— 𝐒𝐲𝐞𝐝 𝐒𝐚𝐦𝐢 (@SamiSocial) December 24, 2023
এখন ৩১ ডিসেম্বরের মধ্যে ক্রিকেটারদের চুক্তির তালিকা চূড়ান্ত করতে পারে বাংলাদেশ। তার আগেই বোর্ডের চেয়ারম্যানের কাছে তামিম ইকবালের নাম পাঠানো হয়েছে, তার পরেই জানা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিমের নাম চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করেছে কি না।
