East Bengal: ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে পারে বাংলাদেশের এই কোম্পানি!

কলকাতা ময়দানে জোর আলোচনা। আগামী দিনে ইস্টবেঙ্গলের (East Bengal) ইনভেস্টর কে হতে পারে, এই আলোচনায় নতুন করে দোলা লেগেছে মঙ্গলবার সন্ধ্যায়। ভেসে উঠেছে বাংলাদেশের এক…

East Bengal: ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে পারে বাংলাদেশের এই কোম্পানি!

কলকাতা ময়দানে জোর আলোচনা। আগামী দিনে ইস্টবেঙ্গলের (East Bengal) ইনভেস্টর কে হতে পারে, এই আলোচনায় নতুন করে দোলা লেগেছে মঙ্গলবার সন্ধ্যায়। ভেসে উঠেছে বাংলাদেশের এক সংস্থার নাম। 

এদিন সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা, ” আগামী ২৪ শে ফেব্রুয়ারী ২০২২, সকাল ১০.৩০ টায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে বাংলাদেশের এক বিশিষ্ট ক্রীড়াপ্রেমী শেখ রাসেল ক্রীড়াচক্র ফুটবল ক্লাবের কর্ণধার জনাব সায়েম সোবহন আনভীর কে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে।” বিজ্ঞপ্তির শেষে লেখা রয়েছে, ” অনুষ্ঠান পরবর্তী মধ্যাহ্ন ভোজে আপনার আমন্ত্রণ রইল “।

সমর্থকদের মধ্যেও প্রশ্ন। দলবদলের এই গরম বাজারে হঠাৎ বাংলাদেশ যোগ কেন। তাছাড়া সায়েম সোবহন আনভীর বাংলাদেশের পরিচিত এক নাম। ইনি বসুন্ধরা গ্রুপের সঙ্গে যুক্ত। বসুন্ধরার ম্যানেজিং ডিরেক্টর। প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, সায়েম সোবহন আনভীর ১৬ সেপ্টেম্বর ২০০১ সাল থেকে বসুন্ধরার সঙ্গে যুক্ত। 

Advertisements

ইতিপূর্বে ইস্টবেঙ্গলের সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে শোনা গিয়েছিল আদানি, টাটা গোষ্ঠীর নাম। এবার সেই তালিকায় যুক্ত হল বসুন্ধরা। গ্রুপের নাম। ফুটবল তাকিয়ে রয়েছে ২৪ তারিখের দিকে। কারণ ওইদিনই ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে রয়েছে ভোজ। উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট এই। অতিথি। 

প্রশ্ন করতে শুরু করেছে সমর্থকরাও। আবির পাল নামের এক প্রোফাইল থেকে প্রশ্ন, ” শেষমেশ বসুন্ধরা ইনভেস্ট করছে নাকি?”