Post-World Cup: ভারত বিশ্বকাপে পরাজিত হতেই বাংলাদেশে উৎসব

Post-World Cup Match: অস্ট্রেলিয়া জিতেছে, উৎসব হচ্ছে বাংলাদেশে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের উন্মাদনার ভিডিও। তাদের…

Bangladesh celebrates India's defeat in the World Cup

Post-World Cup Match: অস্ট্রেলিয়া জিতেছে, উৎসব হচ্ছে বাংলাদেশে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের উন্মাদনার ভিডিও। তাদের একটাই বক্তব্য, ভারত হেরেছে এটাই যথেষ্ট।

পরপর দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে উঠেছিল ভারত। অন্য দিকে প্রথম দুই ম্যাচ হেরে ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ষষ্ঠবারের জন্য তাদের বিশ্বকাপ জয়। অস্ট্রেলিয়ার ক্রিকেট ফ্যানেরা এই বিশেষ মুহূর্তে খুশি হবেন এটাই স্বাভাবিক, কিন্তু বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশেও উৎসবের মেজাজ। অস্ট্রেলিয়ার জার্সি পরেও কেউ কেউ নেমে পড়েছিলেন রাস্তায়।

গতকাল রাত থেকে বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের একাংশের অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উদযাপনের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে। রাস্তায় নেমে উৎসব রত ব্যক্তিদের বক্তব্য, অস্ট্রেলিয়া জিতেছে বলে যত না খুশি, তার থেকেও বেশি খুশি ভারত হেরেছে বলে। কেউ তো এটাও বলে দিলেন, ইস্ট অর ওয়েস্ট অস্ট্রেলিয়া ইস দ্য বেস্ট।

বিশ্বকাপ ২০২৩ এ বাংলাদেশের পারফরম্যান্সের কথা যত কম বলা যায় ততই ভালো। অনেক আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল তারা। এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দলের পক্ষ থেকে দেওয়া স্মরণীয় মুহূর্ত বলতে টাইম আউট বিতর্ক। ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটসম্যান টাইম আউট হয়েছিলেন। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের সিদ্ধান্তে টাইম আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।