বেঙ্গালুরুর স্মৃতি ভুলে দুবাইয়ে রুদ্ধশ্বাস লড়াইয়ে সিংহ বধ বাংলাদেশের

এশিয়া কাপ ২০২৫ সুপার ফোর (Asia Cup Super Four) পর্বে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ (Bangladesh)। শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে (Sri…

Bangladesh beat Sri Lanka in thrilling Asia Cup Super Four match in Dubai

এশিয়া কাপ ২০২৫ সুপার ফোর (Asia Cup Super Four) পর্বে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ (Bangladesh)। শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে (Sri Lanka) ৪ উইকেটে হারিয়ে চমক দেখাল টাইগাররা। ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভার পর্যন্ত গড়ানো ম্যাচে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় লিটনরা।

গ্রুপ পর্বে একবার শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। তাই এই ম্যাচ ছিল একপ্রকার প্রতিশোধের লড়াই। শ্রীলঙ্কার টানা চার ম্যাচের জয়ের রথ থামিয়ে দিয়ে এবার সুপার ফোরে নিজেদের উপস্থিতি জোরালোভাবেই জানিয়ে দিল টাইগাররা।

   

শুরুটা ধাক্কা, এরপর ঘুরে দাঁড়ানো

লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান। তবে চাপের মধ্যে দৃঢ়তা দেখান লিটন দাস ও সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন ৫২ রানের জুটি। যদিও ২৩ রান করে লিটন বিদায় নিলে আবার চাপে পড়ে যায় বাংলাদেশ।

এরপর দৃঢ়তা দেখান সাইফ ও তাওহীদ হৃদয়। সাইফ তুলে নেন নিজের ক্যারিয়ারের প্রথম অর্ধশতক, খেলেন ৪৫ বলে ৬১ রানের মূল্যবান ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দেন হৃদয়। তবে জয় থেকে ২৫ রান দূরে থাকতে ফুলটসে আউট হয়ে যান হৃদয়, যার ফলে ম্যাচে আবারও ছন্দপতন ঘটে।

শেষ ওভারে নাটকীয়তা

শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল মাত্র ৫ রান। প্রথম বলেই চার মেরে কাজটা সহজ করে দেন জাকের আলী। স্কোর সমতায় নিয়ে গিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন তিনি। পরের বলেই শেখ মাহেদিও আউট হয়ে বসেন, তখন ডাগআউটে ফিরে আসে ২০১৬ সালের বেঙ্গালুরুর ভয়ানক স্মৃতি। তবে নাসুম আহমেদ সাহসিকতার সঙ্গে এক রান নিয়ে নিশ্চিত করেন বাংলাদেশের জয়।

Advertisements

শ্রীলঙ্কার দুর্বল মাঝপদ, বাংলাদেশের স্পিন ছক

এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তুলেছিল ১৬৮ রান। ভালো সূচনা করলেও তাদের মাঝের ব্যাটিং ধস নামায় রানটা বড় হয়নি। বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট নিয়ন্ত্রিত বোলিং করেন, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। রান আটকানোর সঙ্গে উইকেট তুলেও রেখেছেন তারা। পেসার তাসকিন আহমেদও ছিলেন ধারাবাহিক। এদিনের জয়ে সুপার ফোরে আত্মবিশ্বাসে বলীয়ান হল বাংলাদেশ। সামনে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ, পাকিস্তান ও ভারত।

Bangladesh beat Sri Lanka in thrilling Asia Cup Super Four match in Dubai