মুস্তাফিজুর ইস্যুতে IPL নিষিদ্ধ করে ভারতকে বার্তা বাংলাদেশের!

bangladesh-ban-ipl-2026-telecast-mustafizur-issue

ক্রিকেটের মাঠ পেরিয়ে এবার কূটনীতির বাইশ গজে গড়াল ভারত-বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশে আইপিএল (IPL 2026) সম্প্রচার নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের ম্যাচ সম্প্রচার, আইপিএল সংক্রান্ত বিজ্ঞাপন এবং প্রচার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

আইপিএল স্বপ্নভঙ্গ, তবু শান্ত মুস্তাফিজুর! কি লিখলেন সোশ্যাল মিডিয়ায়?

   

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের আইপিএল থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে না খেলানোর সিদ্ধান্তে দেশের ক্রীড়াপ্রেমী মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত। বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্তের পেছনে কোনও স্পষ্ট বা গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। জনমনে তৈরি হওয়া অসন্তোষের প্রেক্ষিতেই ‘জনস্বার্থে’ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি সরকারের।

ক্রিকেট থেকে কূটনীতি

গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপড়েন শুরু হয়। সূত্রের দাবি, এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে চিঠি পাঠায় এবং ভবিষ্যতে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করে। এমনকি ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলা হয় বলে জানা গিয়েছে।

এই সিদ্ধান্তকে অনেকেই কেবল ক্রিকেটীয় নয়, বরং রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন। আইপিএল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। সেই টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ করে দেওয়া বাংলাদেশের ক্রীড়াজগতে নজিরবিহীন ঘটনা।

বাংলাদেশের ম্যাচ সরলেই কোটি টাকার ধাক্কা ভারতের? ICC সিদ্ধান্তেই ভবিষ্যৎ!

বদলে যাওয়া সম্পর্কের প্রতিফলন?

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে শীতলতা লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু নির্যাতন ইস্যু ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। আইপিএল নিষেধাজ্ঞাকে সেই সামগ্রিক বৈরিতারই আরেকটি প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সামনে কী?

আগামী মাসেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। নতুন সরকার গঠনের পর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ক্রীড়ামহলের একাংশের মতে, রাজনীতির বাইরে রেখে ক্রিকেটকে স্বাভাবিক ধারায় ফেরানোই দুই দেশের জন্য মঙ্গলজনক।

তবে আপাতত আইপিএল বন্ধ, আর সেই সঙ্গে আরও একবার প্রমাণিত-উপমহাদেশে ক্রিকেট শুধু খেলা নয়, অনেক সময় তা কূটনীতির ভাষাও হয়ে ওঠে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleব্রিগেডে হুমায়ুকে গো ব্যাক স্লোগান
Next articleতিরিকে বিদায় জানিয়ে দিল মুম্বাই ব্রিগেড
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।