Bangalore FC: অস্ট্রেলিয়ান ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর পথে বেঙ্গালুরু

Australian Footballer Aleksandar Jovanovic

গত মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স থাকলেও এবছর খুব একটা ছন্দে ছিলনা বেঙ্গালুরু এফসি (Bangalore FC)। ডুরান্ড কাপ হোক কিংবা কলিঙ্গ সুপার কাপ। কোনো ক্ষেত্রেই খুব একটা প্রভাব দেখাতে পারেনি এই ফুটবল ক্লাব।‌ তবে পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের মেলে ধরার ভাবনা থাকলেও তা সম্ভব হয়নি।

Advertisements

আসলে চলতি সিজেনে জাতীয় শিবিরের একাধিক টুর্নামেন্ট থাকার ফলে অধিকাংশ সময়েই মাঠের বাইরে থাকতে হয়েছে সুনীল ছেত্রী থেকে শুরু করে গুরপ্রীত সিং সিন্ধুর মতো ফুটবলারদের। পরবর্তীতে দলের সঙ্গে তারা যুক্ত হলেও টুর্নামেন্টের প্লে-অফে যাওয়ার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয় তাদের।

তবে নতুন মরশুম থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য তাদের। সেজন্য, এখন থেকেই ঘর গোছানোর কাজে জোর দিয়েছে ম্যানেজমেন্ট। এবারের আইএসএল জয়ী ফুটবল ক্লাব মুম্বাই সিটি এফসি থেকে একাধিক ফুটবলারদের দলে টানতে চলেছে বেঙ্গালুরু। তাদের মধ্যে রয়েছেন নগুয়েরা থেকে শুরু করে দিয়াজ ও তিরির মতো ফুটবলাররা।

Advertisements

বলতে গেলে মুম্বাই সিটির ঘর ভেঙেই নতুন মরশুমের জন্য দল সাজাতে চলেছে বেঙ্গালুরু এফসি। যা নিঃসন্দেহে চিন্তায় রাখবে প্রতিপক্ষ ফুটবল দল গুলিকে। এছাড়াও আইএসএলের একাধিক তরুণ ফুটবলারদের দিকে ও নজর রয়েছে তাদের। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সেই সমস্ত কিছু।

তবে শুধু নতুন ফুটবলার নয়। নিজেদের দলের বেশকিছু বিদেশি ফুটবলারদের সাথে ও চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বেঙ্গালুরু এফসি। তাদের মধ্যেই এবার উঠে আসছে আলেকসান্ডার জোভানোভিচের নাম। যতদূর খবর, নতুন সিজনের কথা মাথায় রেখেই এবার এই অজি ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে বেঙ্গালুরু এফসি। এবারের মরশুমে সুযোগ মতো নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন এই তারকা। সবদিক বিবেচনা করেই আরো একবছর তাকে রাখার সিদ্ধান্ত নিতে পারে আইএসএল জয়ী এই দল।