তুমুল নাটকীয়তার অবসান হল শেষমেশ কাল রাতে। যে রাত একজন ফুটবলারকে বর্ষসেরার মর্যাদা দেয়, আরও মহিমান্বিত করে তোলে; সেই ব্যালন ডি’অর পুরস্কারঘোষণা করা হয়ে গেল গতকাল রাতে। তবে এবারের ব্যালন ডি’অরের রাত ছিল তুমুল নাটকীয়তায় ভরা। গতকাল সন্ধ্যা থেকেই বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যম কর্তৃক ফাঁস হয়ে যায় যে মাদ্রিদ তারকা সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়রের হাতেই উঠতে চলেছে এই বিশ্বজয়ী খেতাব (Ballon d’Or 2024 Winners List)। তবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা পেরোনোর পরেই বিখ্যাত কিছু ফরাসি সাঙ্গাবাদিক এবং সংবাদসংস্থা দাবি করেন ভিনির হাতে এই খেতাব উঠবে না। তাই রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তারা প্যারিসের থিয়েটার দু শাতলেতে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করবে।
রিয়াল মাদ্রিদের বয়কটে এবং ভিনির অনুপস্থিতে কিছুটা হলেও রং হারানো রাতে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতেই উঠেছে ব্যালন ডি’অর (Ballon d’Or 2024 Winners List)। একঝলকে দেখে নেওয়া যাক কে কে জিতলেন আরও সব পুরস্কার :
Rodri, it’s all yours! #ballondor pic.twitter.com/OeyieiRQYe
— Ballon d’Or (@ballondor) October 28, 2024
পুরুষদের ব্যালন ডি’অর: রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
মহিলাদের ব্যালন ডি’অর: আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)
মেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষদের বর্ষসেরা কোচ ): কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
ইস্টবেঙ্গলকে সমীহ করছেন বসুন্ধরা কোচ ভ্যালেরিউ টিটা
উইমেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (মহিলাদের বর্ষসেরা কোচ): এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)
গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা): কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়্যাল মাদ্রিদ); হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন)
লেভ ইয়াশিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার): এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)
রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়): লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)
ব্যালন ডি’অর হাতছাড়া ভিনির ? প্যারিসে অনুপস্থিত থাকবেন মাদ্রিদ তারকারাও
সক্রেটিস পুরস্কার: হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)
পুরুষদের বর্ষসেরা ক্লাব: রিয়াল মাদ্রিদ
মহিলাদের বর্ষসেরা ক্লাব: বার্সেলোনা