লড়াইয়ের বিউগলের সুর ধরে রাখলেন বাইচুং

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষ ‘কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর’ (COA) হস্তক্ষেপের জন্য। সুপ্রীম কোর্টে বল…

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষ ‘কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর’ (COA) হস্তক্ষেপের জন্য। সুপ্রীম কোর্টে বল গড়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বৈধতা প্রশ্নে সঙ্গে দেশের ফুটবল ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া শুরু নিয়ে।শেষমেশ দেশের শীর্ষ আদালতের নির্দেশে ২ সেপ্টেম্বর হতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ভোট।

ইতিমধ্যেই, প্রাক্তন জাতীয় দলের গোলকিপার কল্যাণ চৌবে এবং ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ফুটবলে ‘পাহাড়ি বিছে’ নামে পরিচিত ভাইচুং ভুটিয়া দুই ফুটবল নক্ষত্র ফেডারেশনের সভাপতি পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছে। মঙ্গলবার ভাইচুং ভুটিয়া ফেডারেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা প্রসঙ্গে বলেন,”আমি মনে করি,আমি তার চেয়েও বেশি পদের যোগ্য,আমি ভারতের প্রতিনিধিত্ব করেছি,আমি ফিফার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছি,আমি ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবেও কাজ করেছি,আমি মনে করি আমি জিতবো”।

এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে ফেডারেশনের সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে। কিন্তু ভাইচুং ভুটিয়া ফেডারেশনের সর্বোচ্চ পদ দখলের লড়াই মাঝমাঠে ছেড়ে দিতে নারাজ। রেফারির শেষ বাঁশি বেজে ওঠা পর্যন্ত কল্যাণ চৌবের বিরুদ্ধে মাঠ ছাড়বেন না তা এদিনের বক্তব্য থেকেই পরিষ্কার। প্রসঙ্গত,ভোটের নির্ঘণ্ট অনুযায়ী নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে আগস্ট মাসের ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত। ২৮ আগস্ট হবে স্ক্রুটিনির কাজ। মনোনয়ন প্রত্যাহারের তারিখ আগস্টের ২৯ থেকে ৩০ তারিখ। আর নির্বাচন হবে ২ সেপ্টেম্বর।

সবথেকে তাৎপর্যপূর্ণ হল, মঙ্গলবার অর্থাৎ আজ ৩০ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। এদিনেই ভারতীয় ফুটবলের জীবন্ত কিংবদন্তি পাহাড়ি বিছে ভাইচুং ভুটিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট পদে লড়াই ইস্যুতে নিজের মতামত জলের মতো পরিষ্কারভাবে দেশের ক্রীড়ামহলের কাছে তুলে ধরলেন এবং লড়াই’র বিগুলের সুর ধরে রাখলেন।