পরপর দু’টো ‘ডার্বি’ খেলবে মোহনবাগান

ড্র করে এসিএল ২ অভিযান শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। বুধবার ঘরের ম্যাচে রাভশনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে বাগান। পুরো পয়েন্ট আদায় করতে…

Mohun Bagan derby

ড্র করে এসিএল ২ অভিযান শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। বুধবার ঘরের ম্যাচে রাভশনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে বাগান। পুরো পয়েন্ট আদায় করতে না পারলেও গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেয়েছে দল। দলকে জয়ের সরণিতে ফিরিয়ে নিয়ে আসা এখন চ্যালেঞ্জ হোসে মলিনার। আগামী দিনে রয়েছে ঠাসা ক্রীড়া সূচি। পরপর খেলতে হবে দু’টো ডার্বি।
মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ আগামী ২৩ সেপ্টেম্বর, প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি।

   

অক্টোবর পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টের ক্রীড়া সূচি:
২৩ সেপ্টেম্বর, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি
২৮ সেপ্টেম্বর, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি
২ অক্টবর, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ট্র্যাক্টর (এএফসি ম্যাচ)
৫ অক্টবর, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব
১৯ অক্টবর, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল এফসি
২৩ অক্টবর, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম আল ওয়াকরাহ (এএফসি ম্যাচ)
৩০ অক্টবর, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ এফসি

মুম্বই সিটি এফসির সঙ্গে ২-২ স্কোরলাইনে ড্র করে এবারের ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরু করেছে মোহনবাগান। দলের ডিফেন্স ধারাবাহিকভানে চিন্তার কারণ হয়ে দেখা দিচ্ছে। মুম্বইয়ের বিরুদ্ধে এগিয়ে থাকার পরেও জিততে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। হাতাছাড়া হয়েছে ডুরান্ড কাপ। রাভশনের বিরুদ্ধেও অনায়াসে দল জিততে পারেনি। এক্ষেত্রে রক্ষণভাগ কোনও ভুল না করলেও একাধিক ফুটবলারের অফ ফর্ম চোখে পড়ার মতো। কোচ হোসে মলিনার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। যুবভারতীতে উঠেছে ‘গো ব্যাক মলিনা’ শ্লোগান। মরশুমের শুরুতেই চাপে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। চাপে রয়েছেন বাগান কোচ।