Tuesday, October 14, 2025
HomeSports News৬, ৪, ৬... খাদের কিনার থেকে দলকে টেনে তুললেন অক্ষর

৬, ৪, ৬… খাদের কিনার থেকে দলকে টেনে তুললেন অক্ষর

দিলীপ ট্রফির (Duleep Trophy) প্রথম রাউন্ডে ভারত ‘সি’ বনাম ভারত ‘ডি’ (India C vs India D) ম্যাচ খেলা হচ্ছে। অনন্তপুরে চলা এই ম্যাচে ভারত ‘ডি’ প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েছিল। ভারত ‘সি’ অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় টস জিতে ভারত ‘ডি’ -কে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস শুরু করেছিল ভারত ‘ডি’। দ্রুত উইকেট হারানো ব্যাটারদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, দেবদত্ত পাড়িক্কলের মতো তারকা ক্রিকেটাররা। ব্যতিক্রম কেবল অক্ষর প্যাটেল (Axar Patel)।

Advertisements

ISL-এ ফিরছেন ফেরান্দো?

Advertisements

এরপরই ক্রিজে এসে অক্ষর প্যাটেল প্রমাণ করলেন কেন তাঁকে অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়। অক্ষর ১১৮ বলে ৮৬ রান করেন। তাঁর ইনিংসের ভিত্তিতে ভারত ‘ডি’-এর স্কোর ১৬৪ রানে পৌঁছায়।

একটা সময় মনে হচ্ছিল ভারত ‘ডি’ ১০০ রানও করতে পারবে না। কিন্তু অক্ষরের এই আক্রমণাত্মক ইনিংস দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যেতে সাহায্য করেছে। অক্ষর যখন ৭৪ বলে ৩৭ রানে খেলছিলেন তখন পরপর তিন বলে যথাক্রমে ৬, ৪ ও ৬-এর মাধ্যমে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। ৭৮ বলে তাঁর নামের পাশে থাকে ৫৩ রান। ৩৩ বলে ১৩ রান করা অর্শদীপ সিংকেও সঙ্গ দেন অক্ষর। অর্শদীপ ছাড়াও ১৩ রান করেন শ্রীকর ভারত ও শরণ জৈন।

CFL 2024 শেষে অমরনাথের লক্ষ্যে সন্তোষ ট্রফি

অক্ষর তাঁর ইনিংসের সময় ১১৮ বল মোকাবেলা করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটেও এমন কঠিন পরিস্থিতি থেকে টিম ইন্ডিয়াকে বের করে এনেছিলেন অক্ষর। অক্ষর ব্যাটের পাশাপাশি বল হাতেও কার্যকর ভূমিকা নেওয়ার ব্যাপারে পারদর্শী। এই ইনিংসের পর ক্রিকেট প্রেমীদের একাংশ এখন মনে করছেন, অক্ষরের বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা প্রায় নিশ্চিত। যদি তাঁর ফর্ম অব্যাহত থাকে তবে এটি টিম ইন্ডিয়ার পক্ষে খুব ইতিবাচক বিষয়। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ