ATK Mohun Bagan : দলে যোগ দিয়েই মোহনবাগান সম্পর্কে ‘বিস্ফোরক’ বিশ্বকাপ খেলা ফুটবলার

Dimitrios Petratos

রাশিয়া বিশ্বকাপের দলে থাকা ফুটবলারকে দলে নিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। নতুন দলে যোগ দেওয়ার প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন দিমিট্রিয়স পেট্রাটস (Dimitrios Petratos)। এক ভিডিও বার্তায় বলেছেন নিজের এবং বাগানের কথা।

“এই ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। নতুন ক্লাবের সমর্থকদের সামনে মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। ভারতে নিজের সেরাটা দিতে চাই। আশা করি, যে টুর্নামেন্টগুলোতে আমরা খেলব, তার সবকটিতেই দলকে সফল হতে সাহায্য করব। খুব তাড়াতাড়িই দেখা হবে সবার সঙ্গে”, এটিকে মোহন বাগানে যোগ দিয়ে বলেছেন অস্ট্রেলিয়ার তারকা অ্যাটাকিং মিডফিল্ডার।

   

দিমিট্রিয়স পেট্রাটসকে নিয়ে বাগানে এখন মোট ছয়জন বিদেশি। তিনি ছাড়াও রয়েছেন কার্ল ম্যাকহিউ, জনি কাউকো, হুগো বুমৌস এবং অস্ট্রেলিয়ারই আরও এক খেলোয়াড় ব্র্যান্ডন হামিল। দিমিট্রিয়সকে পেয়ে খুশি এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্ডো।

হুয়ানের কথায়, “দিমিট্রিয়স এমন একজন টিমপ্লেয়ার, যে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলে। ও আমাদের জায়গা তৈরি করে দিতে সাহায্য করবে, দুর্দান্ত পাস দেবে এবং গোলের সামনে যথেষ্ট কার্যকরী হয়ে উঠবে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন