HomeSports NewsEast Bengal: লাল-হলুদের নজরে এবার এক অজি ডিফেন্ডার, চিনে নিন এই তারকাকে

East Bengal: লাল-হলুদের নজরে এবার এক অজি ডিফেন্ডার, চিনে নিন এই তারকাকে

- Advertisement -

গত মাসে নতুন কোচের নাম ঘোষণা করার পর থেকেই দলবদলের বাজারে আরও সক্রিয় হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। পূর্বে বেশ কয়েকজন দেশীয় ফুটবলারের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে গেলেও বিদেশিদের বিষয়টি কোচের উপরেই রাখা হয়েছিল। তাই কুয়াদ্রাতের কথা মতোই হায়দরাবাদ এফসির তরুণ ফরোয়ার্ড জেভির সিভেরিও ও বোরহা হেরেরার সঙ্গে যোগাযোগ শুরু করেছিল দল।

শোনা গিয়েছে তাদের দুজনের সঙ্গেই নাকি কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইমামি ইস্টবেঙ্গল। তবে আরও দুই বিদেশির খোঁজ ছিল ইমামি ম্যানেজমেন্টের। সেইমতো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ এশীয় কোটার একাধিক ফুটবলারদের উপর নজর ছিল লাল-হলুদের। এবার দলের রক্ষনভাগের জন্য এক অজি ডিফেন্ডারের দিকে নজর পড়ল ইমামি ইস্টবেঙ্গলের।

   

তিনি জেমস দোনাচি। বর্তমানে সিডনি দলের হয়ে খেললেও পূর্বে এফসি গোয়ার হয়ে আইএসএল খেলেছিলেন এই তারকা। এবার তাকেই ভারতে ফেরাতে চাইছে লাল-হলুদ। যতদূর জানা গিয়েছে, এই অজি ফুটবলারকে দলে নিতে প্রায় ৩ কোটি ৬০ লক্ষ্য টাকা দিতে হবে কলকাতার এই প্রধান কে। তবে শুধু সিডনি এফসি নয়, পূর্বে অস্ট্রেলিয়ার জাতীয় দলে ও সুযোগ পেয়েছেন তিনি। বিশেষ করে সেখানকার অনূর্ধ্ব ২০ ও অনূর্ধ্ব ২৩ দলে একাধিকবার খেলেছেন দোনাচি। তবে তার পারিশ্রমিক অপেক্ষাকৃত বেশি হওয়ার ফলে আদৌ তাঁকে সই করানো হবে কিনা এখন সেটাই দেখার।

অপরদিকে দলের ডিফেন্স সামলানোর জন্য এক দেশীয় তারকার সাথে ও কথাবার্তা এগিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তিনি নিশু কুমার। গত ফুটবল মরশুমে কেরালা ব্লাস্টার্স দলের হয়ে খেললেও আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবে আসতে যথেষ্ট আগ্ৰহ দেখিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আইএসএলে ইস্টবেঙ্গল জার্সি পরেই মাঠে নামতে পারেন নিশু।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular