Team India: একই দিনে ক্রিকেটের দুই ম্যাচে হারল ভারত

বছর শেষে ভারতীয় ক্রিকেটে (Team India) হতাশা। একই দিনে দুই ম্যাচে পরাজয়।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ইনিংস ও ৩২ রানে হেরেছে রোহিত শর্মার নেতৃত্বে থাকা…

IND-W vs AUS-W 1st ODI

বছর শেষে ভারতীয় ক্রিকেটে (Team India) হতাশা। একই দিনে দুই ম্যাচে পরাজয়।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ইনিংস ও ৩২ রানে হেরেছে রোহিত শর্মার নেতৃত্বে থাকা দল। অন্য দিকে মুম্বইয়ের । আগে অস্ট্রেলিয়ার কাছে হারল ভারতের মহিলা ক্রিকেট দল।

ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিয়েছে ৬ উইকেটে। এই জয়ের সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ব্যাটিং করা ফোবি লিচফিল্ড ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। ফোবি লিচফিল্ড ৮৯ বলে ৭৮ রান করেন।

ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের হয়ে ব্যাট করতে নেমে জেমিমা রদ্রিগেজ সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন। জেমিমা তার ইনিংসের সময় ৭টি চমৎকার চার হাঁকিয়েছিলেন। এছাড়া ইয়াস্তিকা ভাটিয়া ৪৯, রিচা ঘোষ ২১ ও দীপ্তি শর্মা ২১ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন গার্ডনার ও জর্জিয়া ওয়ারহ্যাম।

৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮২ রানের লক্ষ্য অর্জন করে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৭৮ রান করেন ফোবি লিচফিল্ড। এছাড়া এলসা পেরি ৭৫, বেথ মুনি ৪২ ও তাহলিয়া ম্যাকগ্রা ৬৮ রান করেন। ভারতীয় দলের হয়ে রেণুকা সিং, পূজা, দীপ্তি ও স্নেহ রানা ১টি করে উইকেট নেন। ব্যাট মোটের ওপর ভালো করলেও ম্যাচে ভারতীয় দলের বোলিং সাদামাটা ছিল। রান তাড়া করতে নেমে খুব একটা চাপের মুখে পড়েনি অস্ট্রেলিয়া। আগামী ৩০ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।